মুন্নাভাই এম বি বি এস অভিনেতা সুরেন্দ্র রাজনের জন্যও ত্রাতা সেই সোনু সুদ

সোনুর কাজে অভিভূত সুরেন্দ্র রাজন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 14, 2020, 01:55 PM IST
মুন্নাভাই এম বি বি এস অভিনেতা সুরেন্দ্র রাজনের জন্যও ত্রাতা সেই সোনু সুদ

নিজস্ব প্রতিবেদন : লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। কঠিন পরিস্থিতিতে পরিযায়ীদের কাছে সনু সুদই এখন 'বাস্তবের নায়ক'। সোনু এবার ত্রাতা হয়ে উঠলেন 'মুন্নাভাই এম বি বি এস' অভিনেতা সুরেন্দ্র রাজনের কাছেও। সোনুর কাজে অভিভূত সুরেন্দ্র রাজন।

সুরেন্দ্র রাজনের বাড়ি মধ্য প্রদেশের 'সতনা'তে। মুম্বইয়ে একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ে এসেছিলেন তিনি। লকডাউনে আটকে পড়েন। এদিকে টাকা পয়সাও প্রায় শেষ। এই পরিস্থিতিতে তাঁর জন্যও ত্রাতা হয়ে উঠেছেন সোনু। জানা যাচ্ছে, সোনু সুরেন্দ্র রাজনকে ১৮ জুনের মধ্যে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সম্প্রতি 'নবভারত টাইমস'-কে দেওয়া সাক্ষাৎকারে সোনুকে নিয়ে মুখ খুলেছেন 'মুন্নাভাই এম বি বি এস' অভিনেতা। সুরেন্দ্র রাজনের কথায়, ''এই মানুষটি (সোনু সুদ) যেভাবে কাজ করছেন, তাতে আমি অবাক। নিজের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি না থাকলে কেউ এভাবে কাজ করতে পারে না। সোনুর মতো মানুষ আজকালকার দিনে বিরল।''

আরও পড়ুন-মেয়ে পলককে নিয়ে নিয়ে পোস্ট, দ্বিতীয় স্বামী অভিনবের কীর্তিতে চটলেন শ্বেতা

সুরেন্দ্র রাজন আরও জানান, ''আমার সঙ্গে সঞ্জয় দত্তের এখনও যোগাযোগ আছে। আমি চাইলে ওনার কাছে সাহায্য চাইতে পারতাম। তবে আমি কারোর উপর নির্ভর করতে চাইনি। মুম্বইয়ে এই পরিস্থিতিতে বাড়িভাড়া দিতেই আমার বেশিরভাগ টাকা শেষ হয়ে গিয়েছে। আমার একজন শিষ্য অবশ্য তিনমাসের বাড়ি ভাড়া বাবদ ৪৫ হাজার টাকা দিয়েছেন। পাশাপাশি RSS-এর তরফেও আমার কাছে রেশন পৌঁছে দেওয়া হয়েছে।'' 

সম্প্রতি মহারাষ্ট্রের ভিরার-এ আটকে পড়া ১৩০ জন বিহারের বাসিন্দাকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সোনু সুদ। সম্প্রতি সোনু সুদ যে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করছেন, সেই কাজকে শ্রদ্ধা জানিয়ে 'মেরি মা' বলে নতুন একটি গান প্রকাশ করেছেন অভিনেতা রাহুল জৈন ও বন্দনা খান্দেলওয়াল।

আরও পড়ুন-বিদেশে শ্যুটিংয়ে গিয়ে বিদেশিনী বৃদ্ধার সঙ্গে জমিয়ে নাচ জিৎ-এর, উঠে এল মজাদার ভিডিয়ো

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

PTI-এ প্রকাশিত খবর অনুসারে এখনও পর্যন্ত সোনু সুদ দেশের ১৮ - ২০হাজার শ্রমিককে বাড়ি পৌঁছে দিয়েছেন।

আরো পড়ুন-জার্মান বাবা-বাঙালি মা, ছোটবেলায় বাবা-মা বিচ্ছেদ ও ফের বিয়ে আঘাত করেছিল দিয়াকে!

.