কৃষিবিলের বিরোধিতায় কৃষক আন্দোলনের মাঝেই বিশেষ টুইট করলেন সোনু সুদ
সোশ্যাল মিডিয়াতে কৃষকদের সমর্থনে মুখ খুলেছেন পরিযায়ী শ্রমিকদের 'মাসিহা'।
নিজস্ব প্রতিবেদন : কৃষিবিলের বিরোধিতায় উত্তরভারতে কৃষক আন্দোলন জারি, তারই মাঝে চাষীদের সমর্থনে সুর চড়ালেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়াতে কৃষকদের সমর্থনে মুখ খুলেছেন পরিযায়ী শ্রমিকদের 'মাসিহা'।
বৃহস্পতিবার টুইটারে কৃষকদের সমর্থনে সোনু সুদ লেখেন, ''কৃষকরা আমার ভগবান''। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে দেশে কৃষিপণ্য বিপণনে গতি আনতে সংসদে পাশ হওয়া কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন পঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা। বৃহস্পতিবার পঞ্জাব, হরিয়ানায় কয়েক হাজার বিক্ষুব্ধ কৃষক 'দিল্লি চলো' অভিযান শুরু করে। যদিও তাঁদের বাধা দেয় পুলিস। এদিকে আগামী ৩ ডিসেম্বর কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের বৈঠকেও বসার কথা রয়েছে। এরই মাঝে কৃষকদের পাশে দাঁড়িয়েই টুইট করলেন অভিনেতা সোনু সুদ।
আরও পড়ুন-মধুরিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনির্বাণ, দেখুন নব-দম্পতির প্রথম ছবি
किसान मेरा भगवान।
— sonu sood (@SonuSood) November 26, 2020
লকডাউনে পরিযায়ী শ্রমিক সহ দেশের গরিব মানুষের পাশে দাঁড়িয়ে দেশবাসীর কাছে 'মাসিহা' হয়ে ওঠেন সোনু সুদ। তবে শুধু পরিযায়ী শ্রমিকই নয়, বহু গরিব কৃষকের পাশেও দাঁড়াতে দেখা যায় অভিনেতাকে। প্রসঙ্গত, খুব শীঘ্রই অক্ষয় কুমার, মানসী চিল্লারের সঙ্গে 'পৃথ্বীরাজ' ছবিতে দেখা যাবে সোনু সুদকে।
আরও পড়ুন-শরীরে কাপড়ের লেশমাত্র নেই, নতুন গানের প্রচারে নগ্ন হলেন জেনিফার লোপেজ