২০০জন ইডলি বিক্রেতাকে বাড়ি পাঠালেন সোনু, অভিনেতার আরতি করলেন মহিলারা
এই শ্রমিকরা মুম্বইয়ে ইডলি বিক্রি করে করে সংসার চালাতেন।
নিজস্ব প্রতিবেদন : গোটা দেশে যতক্ষণ সমস্ত পরিযায়ী শ্রমিক নিরাপদে নিজের বাড়িতে পৌঁছে যান, ততক্ষণ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন। প্রকাশ্যে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন সোনু সুদ। আর সেই মতোই কাজও চালিয়ে যাচ্ছেন সোনু। সম্প্রতি তামিলনাড়ুর ২০০ জন পরিযায়ী শ্রমিককেও বাড়ি পৌঁছে দিলেন তিনি। যাঁরা মুম্বইয়ে ইডলি বিক্রি করে করে সংসার চালাতেন।
সোনুর এমন উপকারে অভিভূত তামিলনাড়ুর ওই ২০০ জন পরিযায়ী শ্রমিক। যাঁদের মধ্যে কিছু মহিলাও রয়েছেন। সোনু যখন ওই পরিযায়ী শ্রমিকদের বাসে তুলতে যান, তখন সোনুর প্রতি শ্রদ্ধায় বেশ কয়েকজন মহিলা সোনুকে আরতি করেন। সোনুও চিরাচরিত প্রথা মেনে যাত্র শুভ করতে নারকেল ফাটালেন। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন-লকডাউনের মধ্যেই মালাইকার সঙ্গে বিয়েটা সেরে ফেলছেন অর্জুন? মুখ খুললেন অভিনেতা
ভিডিয়োতে আপ্লুত এক শ্রমিককে বলতে শোনা গিয়েছে, ''প্রথমে আমরা যোগাযোগ করি ওনার সঙ্গে, তারপর সোনুজি আমাদের বাড়ি পৌঁছে দিতে। নিজেই উদ্যোগ নেন। প্রথমে বিমানে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, তবে টিকিন না পাওয়া যাওয়ায় বাসের ব্যবস্থা করেন তিনি। আমাদের সঙ্গে এসে নিজেই বাসে তুলে দেন। যাত্রা শুভ হওয়ার জন্য নারকেল ফাটান।''
আরও পড়ুন-রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জগন্নাথ পুজো, দেখুন সমস্ত ছবি ও ভিডিয়ো
সোনুর গরিব মানুষের জন্য এই পরিশ্রম দেখে অনেকেই অবাক এবং তাঁরা এই ভিডিয়োটির নিজে বিভিন্ন কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, ''ওনার প্রতি আমার শ্রদ্ধা রইল।'' কেউ আবার লিখেছেন, ''অন্যান্য বলিউড অভিনেতাদের সোনুকে দেখে শেখা উচিত।'' কারোর দাবি ''সোনুজি অন্তর থেকে কাজ করছেন, বাকিরা শুধুই প্রচারের জন্য করেন।''