হলিউড ছবির পরিচালকের ছেলের গুলিতে ক্যালিফোর্নিয়া মৃত্যুপুরী
হলিউড ছবির পরিচালকের ছেলের গুলিতে ক্যালিফোর্নিয়া মৃত্যুপুরী
--------------------------------------------
ফের আমেরিকায় বন্দুকবাজের হামলায় ছজনের মৃত্যু। গুরুতর জখম আরও সাতজন। শনিবার ভারতীয় সময় সকাল দশটা নাগাদ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা কাউন্টির ইসলা ভিস্তা অঞ্চলে ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, রাতের অন্ধকারে একটি কালো রঙের এসইউভি থেকে গুলি চালাতে শুরু করে এক যুবক। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা গুলি চালায় পুলিসও। পুলিসের দাবি, জবাবী হামলায় জখম হয় আততায়ীও।
এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে তার এসইউভি। পরে মৃত অবস্থায় গাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিস। হামলাকারীর গাড়ি থেকে পাওয়া গেছে একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান।
আততায়ীর পরিচয় প্রকাশ না করলেও, হলিউডের এক চিত্রপরিচালকের দাবি, আততায়ী তাঁর পুত্র। নাম ইলিয়ট রজার। দ্য হাঙ্গার গেমস ছবির সহকারী পরিচালক পিটার রজার জানিয়েছেন, বেশকিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল বাইশ বছরের ইলিয়ট। সম্প্রতি ইউটিউবে এপ্রসঙ্গে একাধিক পোস্ট করেছিল ইলিয়ট। সেখানে আত্মহত্যা ও গণহত্যার উল্লেখ থাকায় পুলিসকেও জানান পিটারের পরিবার। দাবি তাঁর আইনজীবীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।