'রবিবার এভাবেই কাটে', ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন সোহম
এই রবিবারটা সোহমকে কাটাতে দেখা গেল তাঁর ছেলের সঙ্গেই।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
!['রবিবার এভাবেই কাটে', ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন সোহম 'রবিবার এভাবেই কাটে', ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন সোহম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/16/234829-606097097090.jpg)
নিজস্ব প্রতিবেদন: আম আদমি হোন কিংবা, রবিবার ছুটির দিনের দুপুরটা যেন কমবেশি সব বাঙালিই তাঁর পরিবারের সঙ্গেই কাটাতে চান। সেই তালিকায় বাদ যান না অভিনেতা সোহম চক্রবর্তীও। এই রবিবারটা সোহমকে কাটাতে দেখা গেল তাঁর ছেলের সঙ্গেই।
রবিবার সকালে ছোট ছেলে আদিয়াশের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। যেখানে ছেলেকে আদরে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে সোহমকে। আর ছোট্ট আদিয়াশ তখন জল খেতেই ব্যস্ত। লিখেছেন, 'রবিবারটা এইরকমই কাটে।'
আরও পড়ুন-মিথিলার মন পেতে, বোটক্স আর প্লাস্টিক সার্জারি করাতে চাইছেন সৃজিত!
তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই পরিবারের সঙ্গে নিজের ছবি শেয়ার করে থাকেন সোহম। কখনও স্ত্রী তনয়া, কখনও আবার দুই ছেলে সাঁঝ ও আদিয়াশের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে।
আরও পড়ুন-কামরূপ কামাখ্যা মন্দিরে পুজো দিলেন করণ জোহর, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানারা
প্রসঙ্গত, ২০১২ সালে তনয়া পালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা সোহম চক্রবর্তী। ২০১৬ সালে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান। ছেলের নাম রাখেন সাঁঝ চক্রবর্তী। ২০১৮ সালের ৯ মার্চ ফের বাবা হন সোহম। ছোটছেলের নাম রাখেন আদিয়াশ। প্রসঙ্গত, কাছের ব্যস্ততার ফাঁকে যতটা সম্ভব পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন অভিনেতা। খুব শীঘ্রই সোহমকে রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ' ছবিতে দেখা যাবে।