সিংহম রিটার্নসের দু দিনে ৫০ কোটির ব্যবসায় সব মিথ ভেঙে খানখান

Updated By: Aug 17, 2014, 07:58 PM IST
সিংহম রিটার্নসের দু দিনে ৫০ কোটির ব্যবসায় সব মিথ ভেঙে খানখান

----------------------------------------------------------------------------------------------------------------------

ওয়েব ডেস্ক: ঈদের পরের এক মাস ছবি রিলিজ করলে হিট হয় না, বলিউডে এমন মিথ ভেঙে দিল অজয় দেবগনের 'সিংহম রিটার্নস'। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা রিলিজ হওয়ার দু দিনের মধ্যেই মোট ৫০ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দু দিনেই পরিষ্কার হয়ে গেল রোহিত শেঠির আরও একটি সিনেমা ব্লকবাস্টার হিট বা ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে। সিংহমের সিক্যুয়াল এই সিনেমাটি অজয়ের সঙ্গে প্রযোজনা করবেন রোহিত নিজে। এর আগে রোহিত-অজয় জুটি 'গোলমাল' সিরিজ এবং 'সিংহম'এর মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

২০১১ সালে রিলিজ পাওয়া সিংহম-এর সিক্যুয়েল এই সিনেমা অবশ্য চিত্র সমালোচকদের কাছে সমালোচিত হয়েছে। 'সিংহম'ও ব্লকব্লাস্টার হিট হয়েছিল।

সিংহম রিটার্নসের মুক্তির পর ক্ষতিগ্রস্ত হল সলমন খানের 'কিক'-এর ব্যবসা। ঈদ থেকে বলিউডের সময়টা বেশ ভাল যাচ্ছে। 'হামসকলস' মুখ থুবড়ে পড়ার পর পরপর তিনটে ছবি হটি হল। সলমনের 'কিক' অলটাইম ব্লকব্লাস্টার হিটের তালিকায় নাম লিখিয়েছে। অক্ষয় কুমারের এন্টারটেনমেন্টেও হিট হয়েছে। এরপর হিট হল 'সিংহম রিটার্নস'। প্রথম ছ মাস খারাপ চলার পর রোদ উঠল বলিউডের ব্যবসা।

২০১৪ সালে রিলিজ হওয়া সফল সিনেমাগুলি--

১) সলমন খান-জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত 'কিক'
২) অক্ষয় কুমার-তামান্নার অভিনীত 'এন্টারটেনমেন্ট'
৩) সিদ্ধার্থ মালহোত্রা-শ্রদ্ধা কাপুর অভিনীত 'এক ভিলেন'
৪) অজয় দেবগন-করিনা কাপুর অভিনীত 'সিংহম রিটার্নস'
 
৪) টাইগার শ্রফে-শ্রুতি মেনানের 'হিরোপান্তি',
৫) বরুন ধাওয়ান-আলিয়া ভাটের 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া'
৬) অক্ষয় কুমার-সোনাক্ষী সিনহার 'হলিডে'
 
৭) আলিয়া ভাট-অর্জুন কাপুরের 'টু স্টেটস'
৮) সানি লিওনের 'রাগিনি এমএমএস টু'
৯) কঙ্গনা রানওয়াতের 'ক্যুইন'
---------------
এছাড়াও মাঝারি মাপের সাফল্য পেয়েছে 'ভূতনাথ রিটর্নাস', 'গুন্ডে', 'ম্যায় তেরা হিরো'
-------------------
২০১৪ সালে রিলিজ হওয়া সুপার ফ্লপ সিনেমাগুলি-
'মাস্তারাম', 'রিভোলভার রানি', 'গ্যাং অফ ঘোস্ট', 'হামসাকলস', 'কাঞ্চি', 'সম্রাট অ্যান্ড কোং', 'কোয়েলাঞ্চল','ফাগলি', 'লে কার হাম দিওয়ানা দিল'

.