আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ উপদেশ দিলেন গায়ক শিলাজিৎ

 দিনটির কথা স্মরণ করে অন্তত এই একটি দিন সমস্ত বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অনুরোধ করলেন গায়ক শিলাজিৎ। 

Updated By: Feb 23, 2019, 06:14 PM IST
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ উপদেশ দিলেন গায়ক শিলাজিৎ

নিজস্ব প্রতিবেদন: আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে এই দিনটি বহু শহিদের রক্তে রাঙা। এই দিনটির কথা স্মরণ করে অন্তত এই একটি দিন সমস্ত বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অনুরোধ করলেন গায়ক শিলাজিৎ। 

একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে গায়ক তথা অভিনেতা শিলাজিতের অনুরোধ, এই একটি দিন অন্তত বাইরে যেখানেই বের হোন না কেন, ইংরাজি, হিন্দি ভুলে শুধুমাত্র বাংলা ভাষাতে কথা বলুন।  দেখুন কী বলছেন শিলাজিৎ...

আরও পড়ুন-কী এমন কাজ করতে গিয়ে ভ্যাবাচাকা খেলেন সানি?

তবে শুধু আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবেই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও কিংবা ছবি পোস্ট করতে দেখা যায় এই অভিনেতা তথা গায়ককে। 

আরও পড়ুন-'ভাবিজি ঘর পর হ্যায়' অভিনেত্রী সৌম্যা ট্যান্ডনের বাড়িতে আগুন

.