প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী
শিল্পীর প্রয়াণে শোকাহত সঙ্গীতজগত।
Updated By: Feb 19, 2019, 09:11 PM IST
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত খ্যাতনামা সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
বিজেপির রাজ্য দফতরের সামনেই মুরলী ধর সেন স্ট্রিটেই রয়েছে প্রতীক চৌধুরীর পারিবারিক ব্যবসার অফিস। মঙ্গলবার সন্ধেয় সেখানেই ছিলেন তিন। এদিন সন্ধেয় তিনি হঠাৎই অসুস্থ বোধ করেন, নিজের অফিসের সামনেই পড়ে যান। তাঁর সহকর্মীরা তাঁকে সঙ্গে সঙ্গেই বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে ব্যর্থ হয় চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা। মৃত্যু হয় এই খ্যাতনামা গায়কের।
জানা যাচ্ছে কিছুদিন আগেই দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্সের ছবি 'হবুচন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী'-র গান রেকর্ড করেছিলেন প্রতীক চৌধুরী। তাঁর নতুন গান বেশ প্রশংসিত হয়েছিল। শিল্পীর অকাল প্রয়াণে শোকাহত সঙ্গীত জগত।