কীভাবে দীপাবলি সেলিব্রেট করবেন তার পরামর্শ দিচ্ছেন শ্রদ্ধা কাপুর
কীভাবে নিরাপদভাবে দীপাবলি সেলিব্রেট করবেন বা ইতিমধ্যেই করছেন, তা নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন? কিন্তু কীভাবে দীপাবলি সেলিব্রেট করলে আপনি এবং আপনার চারপাশের প্রত্যেকে সপরক্ষিত থাকবে, তার পরামর্শ দিচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। জানতে আগ্রহী তিনি কী বললেন?
![কীভাবে দীপাবলি সেলিব্রেট করবেন তার পরামর্শ দিচ্ছেন শ্রদ্ধা কাপুর কীভাবে দীপাবলি সেলিব্রেট করবেন তার পরামর্শ দিচ্ছেন শ্রদ্ধা কাপুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/29/69236-shradhha-29-10-16.jpg)
ওয়েব ডেস্ক: কীভাবে নিরাপদভাবে দীপাবলি সেলিব্রেট করবেন বা ইতিমধ্যেই করছেন, তা নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন? কিন্তু কীভাবে দীপাবলি সেলিব্রেট করলে আপনি এবং আপনার চারপাশের প্রত্যেকে সপরক্ষিত থাকবে, তার পরামর্শ দিচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। জানতে আগ্রহী তিনি কী বললেন?
আরও পড়ুন কালীপুজো মানেই জুয়ার আসর, তাই জানতে পারলেই খবর দিন পুলিসে
২৯ বছর বয়সী বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইকো ফ্রেন্ডলি দীপাবলি উদযাপনের পরামর্শ দিয়েছেন। তিনি এখন তাঁর আগামী ছবি ‘রক অন ২’-এর কাজে ব্যস্ত রয়েছেন। যা ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এবং পরিচালক মোহিত সুরির ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। যা আগামি বছর মুক্তি পাবে।