Raj Kundra Porn Case: দেশের আইনব্যবস্থায় ভরসা আছে, মিডিয়া ট্রায়াল চাই না, মুখ খুললেন Shilpa

ট্রোলিং, ভুয়ো খবরের জেরে গত কয়েক দিন প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং ছিল, বিস্ফোরক শিল্পা

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Aug 2, 2021, 01:57 PM IST
Raj Kundra Porn Case: দেশের আইনব্যবস্থায় ভরসা আছে, মিডিয়া ট্রায়াল চাই না, মুখ খুললেন Shilpa

নিজস্ব প্রতিবেদন: পর্নোগ্রাফি কাণ্ডে রাজ (Raj Kundra) গ্রেফতার হওয়ার পর থেকে সকলেই শিল্পার প্রতিক্রিয়া জানতে চাইছিলেন। তবে শিল্পা (Shilpa Shetty)একেবারে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে মনের ভাব প্রকাশ করলেও মুখ খোলেন নি নায়িকা। অবশেষে শিল্পা বিবৃতি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন।

শিল্পা বলেন ' হ্যা গত কয়েক দিন প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং ছিল। অনেক গুজব ও অভিযোগ উঠেছে। আমার উপর অযৌক্তিক আক্রমণ করা হয়েছে, মিডিয়া করেছেন। শুধু তাই নয় যাদের শুভাকাঙ্ক্ষী মনে করতাম তারাও আমায় আক্রমণ করতে ছাড়েন নি। প্রচুর ট্রোলিং, প্রশ্ন সামনে এসএছে, শুধু আমার কাছে নয়, আমার পরিবারের কাছেও। আমার অবস্থান ...আমি এখনও মন্তব্য করিনি এবং এই ক্ষেত্রে আমি কোনও মন্তব্য করবও না। কারণ এটি বিচারাধীন, তাই দয়া করে আমার পক্ষ থেকে মিথ্যা বক্তব্য হিসাবে কোনও মন্তব্য প্রকাশ করবেন না। 

আরও পড়ুন:মা হচ্ছেন ডিম্পল ক্যুইন! লুকিয়ে হাসপাতালে Deepika-Ranveer, মুহূর্তে ভাইরাল ছবি

শিল্পা আরও বলেন 'একজন তারকা হিসাবে "কখনও অভিযোগ করবেন না, কখনও ব্যাখ্যা করবেন না"। আমি শুধু এটুকুই বলব, যেহেতু এই মুহূর্তে   তদন্ত চলছে, মুম্বাই পুলিশ এবং ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একটি পরিবার হিসাবে, আমরা আমাদের সকল আইনি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু, ততক্ষণ পর্যন্ত আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি - বিশেষ করে একজন মা হিসেবে - আমার সন্তানের স্বার্থে আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য এবং এর সত্যতা যাচাই না করে আপনাকে সম্পূর্ণ বিষয়টি না জেনে মন্তব্য করবেন না, এটি আমার অনুরোধ।'

 

বর্তমানে পর্নোগ্রাফি মামলা আদালতে বিচারাধীন। এ বিষয়ে শিল্পার মত 'আইন মেনে চলা ভারতীয় নাগরিক আমি এবং গত ২৯ বছর ধরে আমি একজন প্রফেশনাল। মানুষ আমার উপর তাঁদের বিশ্বাস রেখেছে এবং আমি কখনো কাউকে নিরাশ করিনি। তাই আমি আপনাকে অনুরোধ করছি যে এই সময়ে আমার পরিবার এবং  'আমার অধিকার' কে সম্মান করুন। আমরা মিডিয়া ট্রায়াল চাই না। দয়া করে আইনকে তার পথে চলতে দিন। সত্যমেব জয়তে!'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.