''স্টেজ শোয়ে আমার দিকে ঘৃণার নজরে তাকিয়ে ছিলেন দীপিকা'' কটাক্ষ শার্লিনের

 NCB জিজ্ঞাসাবাদের জন্য দীপিকাকে ডেকে পাঠানোর পরই দীপিকাকে কটাক্ষ করে একটি ভিডিয়ো পোস্ট করেন শার্লিন। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 24, 2020, 11:08 PM IST
''স্টেজ শোয়ে আমার দিকে ঘৃণার নজরে তাকিয়ে ছিলেন দীপিকা'' কটাক্ষ শার্লিনের

নিজস্ব প্রতিবেদন : মাদককাণ্ডে নাম জড়িয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। আর এরপরেই তাঁকে একহাত নিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। NCB জিজ্ঞাসাবাদের জন্য দীপিকাকে ডেকে পাঠানোর পরই দীপিকাকে কটাক্ষ করে একটি ভিডিয়ো পোস্ট করেন শার্লিন। 

শার্লিন চোপড়ার কটাক্ষ, ''দীপিকার উচিত, রিপিট আফটার মি, ডিপ্রেশন ইজ অ্য়ান ইলনেস (মানসিক অবসাদ একটা অসুখ) এই স্লোগান বদলে ফেলা। শার্লিনের প্রশ্ন, দীপিকা যে অবসাদের কথা বলছেন, সেটা কি তবে মাদক নেওয়ার কারণে? আন্তর্জাতিক সমীক্ষা বলে ৯০ শতাংশ অবসাদের কারণ মাদক। যদিও সব অবসাদ নয়।''

আরও পড়ুন-''KKR-এর পার্টিতে ওয়াশরুমে কোকেন নিচ্ছিলেন সুপারস্টারদের স্ত্রী'' বিস্ফোরক শার্লিন

এখানেই শেষ নয়, নিজের স্লোগান বদল করার জন্য দীপিকাকে নতুন বেশকয়েকটি স্লোগান বাতলে দিয়েছেন শার্লিন। তাঁর কথায়, ''আমার মনে হয়, দীপিকার এই যে স্লোগান রিপিট আফটার মি, ডিপ্রেশন ইজ অ্য়ান ইলনেস এই স্লোগান বদলে নতুন স্লোগান এইরকম হওয়া উচিত, যে রিপিট আফটার মি, মাদকাসক্তি একটা দণ্ডনীয় অপরাধ। রিপিট আফটার মি, মাদক-সন্ত্রাসবাদ অবৈধ। রিপিট আফটার মি, মাদকাসক্তি সুরক্ষিত নয়। রিপিট আফটার মি, মাদকাসক্তি হতাশা বাড়ায়। রিপিট আফটার মি, আমি আর মাদক জড়াবো না।''

এখানেই শেষ নয়, আরও একটি ভিডিয়োতে শার্লিনের কটাক্ষ, ''যে সমস্ত অভিনেত্রীদের আমরা আদর্শ মানি, তাঁদের নামের সঙ্গে যখন এইসব শোনা যায়, তখন খারাপ লাগে।'' এখানেই শেষ নয়, শার্লিনের অভিযোগ, একটি শো-তে তিনি পারফর্ম করার সময় দীপিকা তাঁর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছিলেন, যা তাঁর খুব খারাপ লেগেছিল। তাঁর মনে হয়েছিল, হয়ত আদর্শ ভারতীয় নারী, শরীর দেখায় না। অথচ, তার কিছুদিন পরেই দীপিকাকে একটি শোয়ে শরীর দেখাতে তিনি দেখেছিলেন।

আরও পড়ুন-বলিউডে মাদক শুধু মহিলারাই নেন, পুরুষরা ধোয়া তুলসি পাাতা? খোঁচা দিয়ে টুইট মিমির!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

#wakeup #saynotodrugs #getreal #healthiswealth #boycottbollywooddruggies

A post shared by Sherlyn Chopra (@sherlynchopra) on

দীপিকা মানসিক অবসাদ নিয়ে সচেতনতা প্রচারে 'রিপিট আফটার মি, ডিপ্রেশন ইজ অ্য়ান ইলনেস' স্লোগানটি ব্যবহার করে থাকেন। আর এই স্লোগান নিয়ে শুধু শার্লিনই নয়, কঙ্গনা রানাউতও টুইটে দিপ্পিকে একহাত নিয়েছেন। কঙ্গনার কটাক্ষ, ''তথাকথিত ধনী তারকা ও তাঁদের ছেলেমেয়েরা যাঁরা নিজেকে উচ্চশ্রেণির বলে দাবি করেন, তাঁরাই আবার ম্যানেজারকে মাল আছে কিনা জিজ্ঞেস করেন।'' 

আরও পড়ুন-'ছোট্ট টিপ, হালকা লিপস্টিক' নয়, মাস্ক ঢাকা মুখে চোখের মেকআপেই নজর কাড়তে চান তুহিনা

.