ছেলের এক্স গার্লফ্রেন্ড কঙ্গনাকে নিয়ে বিস্ফোরক শেখর সুমন

ওয়েব ডেস্ক : আদিত্য পাঞ্চলির পর এবার কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শেখর সুমন। সোশ্যাল সাইটে কঙ্গনার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন বলিউডের ওই অভিনেতা।

বলিউড ‘কুইনের’ ‘রাঙ্গুন’ মুক্তির পর পরই বি টাউনে মুখ থুবড়ে পড়েছিল, সেই প্রসঙ্গ তুলে কঙ্গনার ‘সিমরন’ নিয়ে খোঁচা দেন শেখর সুমন। কটাক্ষ করে তিনি বলেন, ‘ইতনা হাঙ্গামা..ইতনা শোর শারাবা.. নাতিজা? খোদা পাহাড়, নিকলি চুহা।’ শুধু তাই নয়, বক্স অফিসে সব সময় লাইমলাইটে থাকতেই কঙ্গনা বিতর্ক তৈরি করেন বলেও মন্তব্য করেন শেখর সুমন। যদিও কঙ্গনা এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি।

 

প্রসঙ্গত, শেখর সুমনের ছেলে অধ্যায়ন সুমনের সঙ্গে কঙ্গনার সম্পর্ক নিয়ে বিতর্ক ছড়ায়। কঙ্গনার তাঁর উপর অত্যাচার করেছেন এবং ‘কালো জাদুও’ করেছেন বলে অভিযোগ করেন অধ্যায়ন।  

English Title: 
Shekhar Suman takes a dig at Kangana Ranaut’s ‘Simran’ with cryptic tweet?
News Source: 
Home Title: 

ছেলের এক্স গার্লফ্রেন্ড কঙ্গনাকে নিয়ে বিস্ফোরক শেখর সুমন

ছেলের এক্স গার্লফ্রেন্ড কঙ্গনাকে নিয়ে বিস্ফোরক শেখর সুমন
Yes
Is Blog?: 
No