সুশান্তের মতো অধ্যায়নও আত্মহত্যার চিন্তা শুরু করেন ইন্ডাস্ট্রির চাপে, বিস্ফোরক শেখর সুমন
ফের সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে সরব হন শেখর সুমন
নিজস্ব প্রতিবেদন : মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যধিক চাপের জেরেই কি সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন? না, সুশান্তের আত্মহত্যার পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য? সম্প্রতি এমন প্রশ্নই উঠতে শুরু করেছে বি টাউনের আনাচে কানাচে। সুশান্তের মৃত্যুর পর বিচার চেয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন শেখর সুমন।
আরও পড়ুন : 'দিল বেচারা'-র শ্যুটিংয়ের ফাঁকে পর্দার ঠাকুমার সঙ্গে সুশান্তের নাচ, ভাইরাল ভিডিয়ো
সুশান্তের মৃত্যুর বিচার চাই বলে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার শুরু করেছেন দেখ ভাই দেখ অভিনেতা। তিনি বলেন, সুশান্ত তাঁর ছেলের মতো। তাই সুশান্তের বাবার কষ্টটা তিনি বুঝতে পারেন। তাঁর ছেলে অধ্যায়নও এক সময় অবসাদের সঙ্গে নিয়মিত লড়াই শুরু করেন। ওই সময় ভোর ৪টে নাগাদ কিংবা ৫টা নাগাদ অধ্যায়নের ঘরের দিকে ছুটে যেতেন তাঁরা। ওই সময় উপরে ফ্যানের দিকে তাকিয়ে বসে থাকতেন অধ্যায়ন। ছেলেকে দেখে তাঁরা ওই সময় ভয় পেয়ে যেতেন তাঁরা। সুশান্তের মৃত্যুর পর তাঁরা ভয় পেতে শুরু করেছেন যে অধ্যায়ন আবার নতুন করে না অবসাদগ্রস্ত হয়ে পড়েন। প্রসঙ্গত, ফিল্ম ইন্ডাস্ট্রির চাপে পড়ে অধ্যায়ন সুমনও এক সময় আত্মহত্যার চিন্তাভাবনা শুরু করেন বলে দাবি করেন শেখর সুমন।
এসবের পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত যাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে জোরদার সওয়াল শুরু করেছেন শেখর সুমন।