Sharmila Tagore: একযুগেরও বেশি সময় পার, ফের বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর
শর্মিলা ঠাকুরের বাংলায় শেষ ছবি ছিল 'অন্তহীন'। পরিচালক সুমন ঘোষের নতুন ছবি এবার দেখা যাবে অভিনেত্রীকে। 'মা মেয়ের গল্প। স্ক্রিপ্টটা খুব ভাল লেগেছে', বললেন শর্মিলা।
কমলাক্ষ ভট্টাচার্য: ব্যবধান একযুগেরও বেশি! ১৪ বছর পর ফের বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর। পরিচালক সুমন ঘোষের নতুন ছবিতে অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘পুরাতন'। ছবিটি প্রযোজনা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
বাংলা থেকেই তাঁর উত্থান। পরবর্তীকালে দাপিয়ে অভিনয় করেছেন মুম্বইয়ে। কিন্তু গত বছর ধরে বাংলার সঙ্গেই একটা দূরত্ব তৈরি হয়েছিল শর্মিলা ঠাকুরের। ১৪ বছরেও অভিনয় করেননি ১টি ছবিতেও! সেই শর্মিলাকেই এবার টালিগঞ্জে ফেরালেন ঋতুপর্ণা। আজ, শুক্রবার ছবি আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল শহরের একটি পাঁচতারা হোটেলে। দুই অভিনেত্রী তো বটেই, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবি কলাকুশলীরাও।
এদিকে ‘কাবুলিওয়ালা’ ছবির আউটডোর শুটিংয়ে এখন কার্গিলে পরিচালক সুমন ঘোষ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি তিনি। শর্মিলা ঠাকুরের বাংলায় শেষ ছবি ছিল 'অন্তহীন'। বাংলা ছবিতে ফিরতে পেরে কেমন লাগছে? অভিনেত্রী বলেন, ' ঋতু, সুমনের সঙ্গে আমার ভাল সম্পর্ক। মা মেয়ের গল্প। স্ক্রিপ্টটা খুব ভাল লেগেছে'। শর্মিলার কথায়, 'কলকাতা আমার চোখে বদলায়নি। কলকাতায় খানাখন্দের রাস্তাগুলোও একই আছে'।
আরও পড়ুন: Sayantika on Zayed Khan: ‘প্রথম দেখায় কথা বলে মনে হল…’ জায়েদে মুগ্ধ সায়ন্তিকা!
৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনে শুটিং শুরু হবে সুমন ঘোষে নতুন ছবি। কোথায়? লোকেশন চূড়ান্ত হয়নি। আপাতত ছবির চিত্রনাট্য় নিয়ে ঘষামাজা চলবে।