ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি দেখতে বাজেটের দিকে তাকিয়ে শাহরুখ
আগামী ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গোটা দেশের সঙ্গে বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানও।
ওয়েব ডেস্ক: আগামী ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গোটা দেশের সঙ্গে বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানও।
বাজেট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, "একজন অভিনেতাকে বাজেটের ব্যাপারে প্রশ্ন করা সত্যিই খুব অদ্ভুত। আমাকে এই ব্যাপারে প্রশ্ন না করতে অনুরোধ করছি। আমি আমি এটাকে সম্মান করি। দেশের অর্থনীতির জন্য বাজেট পেশ খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব এই বছর বাজেটে এমন কিছু থাকবে যাতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি উপকৃত হবে।"
সেন্সর বোর্ড বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে এসআরকে বলেন, "অনেকে এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলেন, আমার অনেকে মনে করেন এর প্রভাব খারাপ হবে। সেন্সর বোর্ডকে আরও নিরপেক্ষ ভাবে দেখতে হবে। যদি সবকিছুর জন্য একই নিয়ম প্রযোজ্য হয় তাহলে সেটা সমস্যাজনক...এই আলোচনা চলতেই থাকবে। তবে আমার মনে হয় রেটিং ব্যবস্থা বদলানো উচিত্ ও আরও প্রসারিত করা উচিত্।"
আগামী ছবি মনীশ শর্মার 'ফ্যান' ও রাহুল ঢোলাকিয়ার 'রইস'।