রইসে আর মন নেই শাহরুখের!
রইস-এর সাফল্যের পর এবার পরের ছবিতে মন দিলেন শাহরুখ খান। ইতিমধ্যেই শাহরুখ জানিয়েছেন, তিনি আনন্দ এল রাইয়ের ছবিতে বামনের ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু তা কোনও ভাবেই কমল হাসানের আপ্পু রাজার অনুকরণে নয়। গতকাল রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেল শাহরুখ ও তাঁর পরিচালক আনন্দ এল রাইকে। ডিনার করতে করতে ছবির ডিটেল নিয়ে আলোচনা করেন দুজনে। ( টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমে আঘাত থেকেই কী আত্মহত্যা? তদন্তে পুলিস)
![রইসে আর মন নেই শাহরুখের! রইসে আর মন নেই শাহরুখের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/08/78193-srk.jpg)
ওয়েব ডেস্ক: রইস-এর সাফল্যের পর এবার পরের ছবিতে মন দিলেন শাহরুখ খান। ইতিমধ্যেই শাহরুখ জানিয়েছেন, তিনি আনন্দ এল রাইয়ের ছবিতে বামনের ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু তা কোনও ভাবেই কমল হাসানের আপ্পু রাজার অনুকরণে নয়। গতকাল রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেল শাহরুখ ও তাঁর পরিচালক আনন্দ এল রাইকে। ডিনার করতে করতে ছবির ডিটেল নিয়ে আলোচনা করেন দুজনে। ( টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমে আঘাত থেকেই কী আত্মহত্যা? তদন্তে পুলিস)
কেন পাকিস্তানে রিলিজ করতে দেওয়া হল না শাহরুখ-মাহিরা খান অভিনীত ছবি রাইস? পড়ুন এই লিঙ্কে ক্লিক করে- রইস রিলিজ করবে না পাকিস্তানে!