Pathaan Song Jhoome Jo Pathaan: সুখবিন্দরের গানের সঙ্গে হুবহু মিল! 'ঝুমে যো পাঠান' ঘিরে ফের বিতর্ক
Pathaan Song Jhoome Jo Pathaan: মুক্তির ৬ ঘণ্টার মধ্যে গানটির ভিউ ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষ। ইউটিউবে ট্রেন্ডিং ওয়ান এই গান। তবে এরই মাঝে গানের সুর নকলের অভিযোগ।
Pathaan song Jhoome Jo Pathaan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নয়া ছবি ‘পাঠান’-এর। 'বেশরম রং' নিয়ে বিতর্কের মাঝেই সামনে এল 'পাঠান'-এর 'ঝুমে যো পাঠান'। ফের একবার শাহরুখের লিপে এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। 'পাঠান' নিয়ে আলোচনা বিতর্ক যতই থাক, এই গানটি শুনতে ও দেখতে যে বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তা মুক্তির পরই বেশ টের পাওয়া গেল। গানটি যশরাজ ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে সকাল ১১টায় মুক্তি পায়। আর মুক্তির ৬ ঘণ্টার মধ্যে গানটির ভিউ ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষ। ইউটিউবে ট্রেন্ডিং ওয়ান এই গান। তবে এরই মাঝে গানের সুর নকলের অভিযোগ।
আরও পড়ুন- Urfi Javed: ‘পোশাকের কারণে নয়’, দুবাই পুলিসের হাতে আটক প্রসঙ্গে মুখ খুললেন উর্ফি
গোটা গানটিতে দীপিকার সেক্স অ্যাপিল আর শাহরুখের কুল অ্যান্ড ক্যাজুয়াল অ্যাটিটিউড, আর 'ডান্স মুভস' থেকে চোখ ফেরানো সত্যিই দায়। সঙ্গে রয়েছে অরিজিৎ সিং-এর গলার সেই মাদকতা, অরিজিতের সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন সুকৃতি কক্কর। গানটির মিউজিক ডিরেক্টর বিশাল শেখর। গানটি লিখেছেন কুমার। গানটি মিক্সিং-এর দায়িত্বে ছিলেন অভিষেক খান্ডেলওয়াল ও দীলিপ নায়ার। গানটি শুনলে বোঝা যায়, 'ঝুমে যো পাঠান' আসলে কাওয়ালি গানের নিউ এজ ভার্সন। তবে এই গানটি নিয়ে ইতমধ্যেই বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই গানের সঙ্গে নেটিজেনরা মিল খুঁজে পেয়েছে সুখবিন্দর সিং-এর গাওয়া পুরনো একটি গানের।
অর্জুন দ্য ওয়ারিয়র ছবির গান ‘করম কি তলোয়ার’-এর সঙ্গে হুবহু মিল রয়েছে পাঠানের এই গানের। গানটি গেয়েছেন সুখবিন্দর সিং। এক ফ্যান লিখেছেন, ‘এটা ঠকানো। আসল কম্পোজারকে ক্রেডিট দেওয়া উচিত।’ এরকম অনেকেই লিখেছেন, তবে ঐ গানটিও বিশাল শেখরেরই তৈরি করা। ২০১২ সালে অ্যানিমেটেড ছবি অর্জুনের জন্য এই গানটি বানিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন- Indraneil-Ishaa: প্রেমের গুঞ্জন তুঙ্গে! পর্দায় ‘ফেলুদা’ ইন্দ্রনীলকে দেখতে প্রিমিয়ারে ইশা…