অমিতাভ বচ্চনকে বদলা নেওয়ার 'হুমকি' শাহরুখের!

 শাহরুখ লিখেছেন, ''ম্যায় আপসে বদলা লেনে আ রহা হুঁ, বচ্চন সাব, তৈরি থাকুন''। 

Updated By: Feb 12, 2019, 01:44 PM IST
অমিতাভ বচ্চনকে বদলা নেওয়ার 'হুমকি' শাহরুখের!

নিজস্ব প্রতিবেদন: অমিতাভ বচ্চনকে বদলা নেওয়ার 'হুমকি' দিয়েছেন বলিউডের কিং খান। খবরটা শুনেছেন? তাও আবার প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন শাহরুখ। আর এই নিয়ে আপাতত বি-টাউনে যত আলোচনা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে শাহরুখ লিখেছেন, ''ম্যায় আপসে বদলা লেনে আ রহা হুঁ, বচ্চন সাব, তৈরি থাকুন''। 

আরও পড়ুন-৮ মার্চ ভালোবাসার নতুন মানে খুঁজতে আসছে মুখার্জী দার বউ 'কনীনিকা'!

কি বিশ্বাস হচ্ছে না? তো নিজেই দেখুন শাহরুখের সেই টুইট...

শাহরুখের এই টুইটের পাল্টা উত্তর দিতে ভোলেননি বিগ বি অমিতাভ বচ্চনও। তিনি জবাবে লিখেছেন, ''আরে ভাই বদলা নেওয়ার সময় তো পার হয়ে গিয়েছে। এখন তো সবাইকে বদলা দেওয়ার সময় এসেছে। ''

ব্যাপারটা ঠিক কী? বোঝা গেল না তো? বিষয়া হল ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার মুক্তি পাওয়ার কথা রয়েছে অমিতাভ বচ্চন, তাপসী পন্ন জুটির ছবি 'বদলা'। যে ছবিটি আজুর এন্টারটেইনমেন্ট ও শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করছেন। সুজয় ঘোষ পরিচালিত এই 'বদলা' ছবি নিয়ে এভাবে নাটকীয় ভাবে টুইট করেছেন শাহরুখ ও অমিতাভ। পরে অমিতাভ ও তাপসী পন্নুর এই ছবির পোস্টার প্রকাশ করে পাল্টা টুইট করেন শাহরুখ। লেখেন, ''আব মহল কুছ বদলা বদলা সা লাগ রহা হ্যায়।''

আরও পড়ুন-কন্যা সন্তানের নাম ঠিক করে ফেললেন আলিয়া! তবে কী তিনি মা হতে চলেছেন?

পাশাপাশি ছবির আরও একটি পোস্টার প্রকাশ্যে এনেছেন অমিতাভ বচ্চনও।

এই 'বদলা' ছবির ট্রেলরও মুক্তি পাওয়ার কথা রয়েছে মঙ্গলবারই। প্রসঙ্গত, বদলা ছবিটি স্প্যানিস ছবি কন্ট্রাটিয়াম্পো ছবির রিমেক বলে শোনা যাচ্ছে। আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে অমিতাভ-তাপসী-র বদলা ছবিটি। 

আরও পড়ুন-নিজের বাড়ির অন্দরমহলের ছবি পোস্ট করলেন ক্যাটরিনা

.