সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি
সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: সোয়াইন ফ্লু-তে আক্রান্ত অভিনেত্রী শাবানা আজমি। তাঁকে মুম্বইয়ের খ্যাতনামা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে সম্প্রচি সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ফ্যামিলি চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন শাবানা। তারপরই চিকিৎসায় তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে।
এই মুহূর্তে মুম্বইয়ের একটি খ্য়তনামা হাসাপাতালে ভক্তি রয়েছেন তিনি। তবে অভিনেত্রী অবশ্য এবিষয়ে বিশেষ চিন্তিত নন, বরং বিষয়টি তিনি সহজভাবেই নিয়েছেন।। তাঁর কথায়, ব্যস্ততার জন্য বিশ্রাম তাঁর এক্কেবারেই হয়না। তাই এই সময়টা তিনি বিশ্রাম নিতে চান, নিজের সঙ্গে সময় কাটাতে চান এই সময়টা তিনি বাইরের লোকজনের সঙ্গে বিশেষ যোগাযোগ না রেখে নিজের সঙ্গে সময় কাটাতে চান ও বিশ্রাম নিতে চান। চিকিৎসকরাও তাঁকে পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন বলে খবর।
আরও পড়ুন-রণবীরের কাছে মাঝে মধ্যেই এই জন্য হাত পাততে হয় দীপিকাকে, জানেন কেন?
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছিন সর্দিকাশি হলে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হতে। অসুস্থতার সময়টা বাড়িতে পুরোপুরি বিশ্রাম নিতে। সবসময় হাত ধুতে যাতে কোনও জীবাণু মুক্ত রাখতে। ভিড় এড়িয়ে চলছে। সর্দি বসে গেলে দ্রুত চিকিৎসা করানো উচিত বলেও মনে করছেন চিকিৎসকরা।