''ওগুলো আবার গান নাকি!'' Honey Singh-কে কটাক্ষ Shaan-র

শানের কথায়, 'চার বোতল ভদকা', 'সানি সানি', 'লুঙ্গি ডান্স'-এর মত গানগুলির কোনও গুণগত মান নেই। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 16, 2021, 07:19 PM IST
''ওগুলো আবার গান নাকি!'' Honey Singh-কে কটাক্ষ Shaan-র

নিজস্ব প্রতিবেদন : ''ভারতীয় সঙ্গীতের মান পড়ে যাচ্ছে।'' নাম না করে র‍্যাপার হানি সিং-কে আক্রমণ করলেন গায়ক শান। শানের কথায়, 'চার বোতল ভদকা', 'সানি সানি', 'লুঙ্গি ডান্স'-এর মত গানগুলির কোনও গুণগত মান নেই। তাঁর কথায়, 'হতে পারে এই গানগুলি জনপ্রিয়তা পেয়েছে, তবে এই গানগুলির নিম্নমানের'।

সাক্ষাৎকারে শান বলেন, ''সঙ্গীত নিয়ে কত মানুষ আর বোঝেন? খুবই কম। আমরা তো সবাইকে সঙ্গীতের শিক্ষা দিতে পারি না। তবে আমরা যদি ভালো মিউজিক মানুষকে দি, তাহলে একটা ভালো রুচিবোধ তৈরি হবে। কিন্তু তাঁদের জায়গায় নেমে যাওয়াটা খুব সহজ বিষয়।'' 

আরও পড়ুন-এখনও ছোট নাতির মুখ দেখেননি শর্মিলা, প্রকাশ্যে আনলেন করিনা

শান প্রশ্নের সুরে বলেন, ''র‍্যাপ কেন এত জনপ্রিয় বলুন তো? লোকে ভাবে গালাগালি দিচ্ছে। সেকারণেই। এটার মধ্যে মিউজিকের গুণগত মানই নেই। লোকে গান বানায় '৪ বোতল ভদকা', 'আজ ব্লু হ্য়ায় পাণি পাণি', 'লুঙ্গি ডান্স-লুঙ্গি ডান্স',এমন গান আপনিও করতে পারেন।'' শানের কথায়, ''কিছু র‍্যাপ আছে যাতে সুন্দর ছন্দ আছে, তবে হিন্দি র‍্যাপ ভীষণই সহজ। মিউজিক কোম্পানিগুলো আজ বলছে, এই গানগুলি গুণগতভাবে ভালো না হলেও এতে ভিউ বেশি আসে।''

প্রসঙ্গত, সম্প্রতি নেহা কক্করের সঙ্গে মিলে হানি সিংয়ের সিঙ্গেলস 'সাইয়া জী' মুক্তি পেয়েছে। জানুয়ারিতে মুক্তি পাওয়া এই গানের ভিউ হয়েছে ৩৩৫ মিলিয়ন।

.