রঙে জিভ ডুবিয়ে Sonu Sood-র ছবি আঁকলেন এক তরুণ, আপ্লুত অভিনেতা
নিজেকে তাঁদের থেকে দূরে না রেখে অ্যাপার্টমেন্টের বাইরে বের হয়ে আসেন সোনু ( Sonu Sood)।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![রঙে জিভ ডুবিয়ে Sonu Sood-র ছবি আঁকলেন এক তরুণ, আপ্লুত অভিনেতা রঙে জিভ ডুবিয়ে Sonu Sood-র ছবি আঁকলেন এক তরুণ, আপ্লুত অভিনেতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/31/336158-99c47f61-af0c-4dd9-b80a-afc9bdafc20a.jpg)
নিজস্ব প্রতিবেদন : মানুষের ভালোবাসার মতো উপহার বোধহয় আর হয় না। ৩০ জুলাই শুক্রবার ৪৮-র জন্মদিনে দেশের অগণিত মানুষের ভালোবাসায় ভাসলেন সোনু সুদ (Sonu Sood)। এদিন একাধিক পোস্টার, ফুল, উপহার নিয়ে অভিনেতার অ্যাপার্টমেন্টের নিচে জড়ো হন তাঁর অসংখ্য অনুরাগী। নিজেকে তাঁদের থেকে দূরে না রেখে অ্যাপার্টমেন্টের বাইরে বের হয়ে আসেন সোনু ( Sonu Sood)।
তবে এদিন সকলকে চমকে দিয়ে সোনু সুদ (Sonu Sood)কে এক অমূল্য, অপ্রত্যাশিত উপহার দিলেন এক তরুণ। হলুদ রঙে জিভ ডুবিয়ে রাস্তায় দাঁড়িয়েই এঁকে ফেললেন সোনুর ছবি। যা দেখে আপ্লত অভিনেতা। সেখানে অন্যান্যরাও হাততালি দিয়ে অভিবাদন জানালেন শিল্পীকে। এক তরুণী পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা গেল অভিনেতাকে। আর এসবই উঠে এসেছে পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে।
আরও পড়ুন-''তুমি আমাকে বাবার কথা মনে করিয়ে দিলে'', শ্যুটিং সেটে Sonu Sood-কে বলেছিলেন Aishwarya
প্রসঙ্গত, গত লকডাউনের সময় থেকেই কঠিন সময়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ (Sonu Sood)। যখন যেখান থেকে সাহায্যের আবেদন এসেছে তখন সেখানেই পৌঁছে গিয়েছে অভিনেতার সাহায্যের ঝুলি নিয়ে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৮টি অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগও নিয়েছেন সোনু।