KIFF 2023: ‘স্কারলেট ব্লু’-র ফরাসি পরিচালিকা মজেছেন ‘নায়ক’ শাহরুখে

Scarlet Blue Director Aurelia Mengin: জি ২৪ ঘন্টা ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কলকাতা থেকে শুরু করে ভারতীয় সিনেমা নিয়ে অনেক কথাই শেয়ার করলেন পরিচালক।

Reported By: সৌমিতা মুখার্জি | Updated By: Dec 8, 2023, 04:03 PM IST
KIFF 2023: ‘স্কারলেট ব্লু’-র ফরাসি পরিচালিকা মজেছেন ‘নায়ক’ শাহরুখে

সৌমিতা মুখার্জি: ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (29th Kolkata International Film Festival, KIFF 2023) ফরেন ল্যাঙ্গুয়েজ-এর প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ফ্রান্সের ছবি ‘স্কারলেট ব্লু’। বৃহস্পতিবার ছিল এই ছবির প্রদর্শনী আর ছবির প্রদর্শনীতে হাজির ছিলেন পরিচালক অরেলিয়া মেঁজঁ। এই প্রথম নয় এর আগেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করেছেন অরেলিয়া। ইউরোপের বাসিন্দা হলেও কলকাতার সঙ্গে তাঁর রয়েছে নিবিড় যোগ। তিনি দেখতে ভালোবাসেন হিন্দি সিনেমাও। এমনকি তাঁর পছন্দের নায়ক শাহরুখ খান। জি ২৪ ঘন্টা ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কলকাতা থেকে শুরু করে ভারতীয় সিনেমা নিয়ে অনেক কথাই শেয়ার করলেন পরিচালক।

আরও পড়ুন: Junior Mehmood: বলিউডে দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা জুনিয়র মেহমুদ...

কলকাতা নিয়ে আপনার কোনো স্মৃতি আছে?

৫ বছর আগে আমার প্রথম ছবি নিয়ে কলকাতায় প্রথমবার এসেছিলাম।কম্পিটিশন বিভাগে আমার ছবি সিলেক্ট হয়েছিল। প্রথমবার আমি যখন কলকাতায় আসি তখন কলকাতার প্রেমে পড়ে যাই অসাধারণ সুন্দর একটা শহর। আমার মনে হয় এটা বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব তার কারণ এখানকার সিলেকটেড ছবিগুলো অসাধারণ। আমি যখন কলকাতা ছেড়েছিলাম তখন আমি নিজেকে প্রমিস করেছিলাম যে আমি আবার আমার নতুন ছবি নিয়ে কলকাতায় ফিরব। তো আমি আবার আমার নতুন ছবি নিয়ে এসেছি আমি কম্পিটিশন বিভাগে আছি আমার খুবই ভালো লাগছে।

ছবি সম্পর্কে কী প্রতিক্রিয়া পেলেন?

ছবি দেখে অনেকেই খুব ভালো রিয়েকশন দিয়েছেন। অনেক দর্শক এসে আমার কাছ থেকে জানতে চাইছেন ছবির কালার ছবির সিনেমাটোগ্রাফি প্রসঙ্গে। ছবির বিষয়বস্তু স্ক্রিজোফেনিয়া তো অনেকেই বলছেন যে এই বিষয়ে তৈরি এটা খুবই একটা স্ট্রং ছবি।  আমি মনে করি আমার ছবি বিভিন্ন দিক থেকেই ভীষণ ক্রিয়েটিভ সেটা এডিটিং হোক বা সিনেমাটোগ্রাফি। আমার মনে হয় যে বিষয় অর্থাৎ স্ক্রিজোফেনিয়া নিয়ে আমি যে ছবি তৈরি করেছি সেটা ভারতীয় দর্শক ও কানেক্ট করতে পারছে এই জন্যই তাদের এই ছবিটা আরো ভালো লাগছে। অনেকেই এসে বলছেন তাদের এই ছবি অসাধারণ লেগেছে তারা নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারছেন এই ছবির সঙ্গে। এটা ভেবে আমার খুব ভালো লাগছে। আমি আমার জীবনের থেকে যা শিখেছি স্ক্রিজোফেনিয়া সম্পর্কে আমি সেটা দিয়ে ছবিটা তৈরি করেছি।

আপনি কি কখনো কোন ভারতীয় ছবি বা বাংলা ছবি দেখেছেন?

আমি এমন একটা জায়গায় থাকি যেই জায়গাটায় বিভিন্ন জায়গার থেকে লোক এসে বসবাস করে সেখানে একটা বড় অংশ মরিশাস আর মাদাগাস্কার থেকে এলেও সেখানে ভারতীয়র সংখ্যাও প্রচুর। অনেক ভারতীয় সেখানে, বসবাস করে আমি বলব সেখানে সবচেয়ে বেশি প্রবাসী ভারতীয়রাই বসবাস করে। তাই সেখানে ভারতীয় ছবি খুবই পপুলার এবং সেখানে ভারতীয় ছবির ফিল্ম ফেস্টিভাল হয়। আমি এদের মধ্যেই বড় হয়েছি তাই ভারতীয় ছবির সঙ্গে আমার ছোট থেকেই কানেকশন রয়েছে।

আরও পড়ুন: KIFF 2023: কলকাতা দাপাচ্ছে গুজরাতের 'হনুমান', হাজির চলচ্চিত্র উৎসবেও, নন্দনে এ কী কাণ্ড!

আপনি ভারতীয় ছবির কথা বলছেন বিদেশে ভারতীয় সুপারস্টারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি পপুলার তিনি হচ্ছেন শাহরুখ খান।

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। ওখানেও ভীষণই পপুলার শাহরুখ খান। হ্যাঁ সত্যিই ওই ভদ্রলোকের মধ্যে কিছু আছে যে কারণে মহিলারা ওর জন্য পাগল।

আর আপনি?

না, আমি কোন পুরুষ বা মহিলা কারো জন্যই পাগল নই।

আপনি শাহরুখের কোনো ছবি দেখেছেন?

আমি ছোটবেলায় ওঁর অনেক ছবি দেখেছি কারণ আমার যে বেস্ট ফ্রেন্ড সে ওঁর জন্য পাগল এবং ও ওঁর সমস্ত ছবি দেখে এবং মাঝে মাঝে আমাকে ইনভাইট করে ওর সঙ্গে ছবি দেখার জন্য তখনই আমি শাহরুখের ছবি দেখেছি। 

আপনি কি শাহরুখকে ডিরেকশন দিতে চান?

হ্যাঁ একদমই চাই। তবে ওঁর যা ইমেজ, সেই ইমেজের বাইরে আমি একটা অন্যরকম ছবি বানাতে চাই। আমি ওকে নিয়ে এমন একটা ছবি করতে চাই যেখানে কোনও গান থাকবে না এবং ওঁর যে লাভ ইমেজ সেটার বাইরে একদম একটা ডার্ক ইউনিভার্স হবে। আমার মনে হয় সেই রকম একটা চরিত্র পেলে উনি ভীষণ ভালো অভিনয় করবেন আর আমি সেরকমই একটা ছবি বানাতে চাই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.