দুঃখ নয়, শ্রীদেবীর মৃত্যু সেলিব্রেট করার মতো: শাশ্বত
‘ সুপারস্টারের মতোই গেলেন। আমার কাছে শ্রীদেবীর মৃত্যু হয়নি। এটা ঠিক যে শরীরটা নেই। তবে দুঃখ না করে সেলিব্রেট করেই ওনাকে বিদায় জানানো উচিত।’
নিজস্ব প্রতিবেদন: ‘দুঃখ নয়, শ্রীদেবীর মৃত্যু সেলিব্রেট করার মতো।‘ বলিউডের অন্যতম অভিনেত্রীর প্রয়ানে যখন শোকস্তব্ধ গোটা দেশ, তখন এমনই মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: "আমি ভগবানকে ঘৃণা করি, শ্রীদেবীকে ঘৃণা করি", স্মৃতিচারণায় বিহ্বল রামু
শাশ্বত চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্য শুনে আপাতভাবে চমকে উঠতে পারেন। কিন্তু যে প্রেক্ষিতে তিনি বললেন, তাতে সত্যিই অন্য মাত্রা যোগ হল। শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘ সুপারস্টারের মতোই গেলেন। আমার কাছে শ্রীদেবীর মৃত্যু হয়নি। এটা ঠিক যে শরীরটা নেই। তবে দুঃখ না করে সেলিব্রেট করেই ওনাকে বিদায় জানানো উচিত।’
আরও পড়ুন: পরিবার দুবাইতে, মায়ের মৃত্যুতে শোকবিহ্বল জাহ্নবীকে ইনিই সামলালেন
কথাগুলি বলার সময় কিছুটা গলা ধরে এসেছিল তাঁরও। কথার রেশ টেনেই ফের শাশ্বত চট্টোপাধ্যায় বললেন, শ্রীদেবীর নাম শুনলেই মনে পড়ে যায় ওঁর ছবির দৃশ্য। চোখের সামনে ভাসে উনি শাড়ি পড়ে দাঁড়িয়ে। ওঁর মতো সুপারস্টারের মৃত্যু হয় না।‘ শ্রীদেবীর মৃত্যুর প্রতিক্রিয়ায় জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলে বললেন শাশ্বত চট্টোপাধ্যায়।