কার বিপরীতে বলিউডে অভিষেক হতে চলেছে সইফ কন্যা সারা আলি খানের?

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে এবার বলিউডে অভিষেক ঘটবে সইফ কন্যা সারা আলি খানের। কিন্তু বিষয়টা এখনও সেখানেই থেমে রয়েছে। এখনও পর্যন্ত সঠিক কোনও খবরই প্রকাশ হয়নি। দর্শকেরাও ছোটে নবাব সইফ আলি খানের মেয়েকে রুপোলি পর্দায় দেখার জন্য উত্‌সুক হয়ে রয়েছেন। কোন ছবি , কোন পরিচালক , কোন নায়কের বিপরীতে দেখা যাবে সইফ কন্যা সারা আলি খানকে, তা জল্পনা কল্পনাতেই রয়েছে।

Updated By: May 23, 2017, 04:35 PM IST
কার বিপরীতে বলিউডে অভিষেক হতে চলেছে সইফ কন্যা সারা আলি খানের?

ওয়েব ডেস্ক: অনেক দিন ধরেই শোনা যাচ্ছে এবার বলিউডে অভিষেক ঘটবে সইফ কন্যা সারা আলি খানের। কিন্তু বিষয়টা এখনও সেখানেই থেমে রয়েছে। এখনও পর্যন্ত সঠিক কোনও খবরই প্রকাশ হয়নি। দর্শকেরাও ছোটে নবাব সইফ আলি খানের মেয়েকে রুপোলি পর্দায় দেখার জন্য উত্‌সুক হয়ে রয়েছেন। কোন ছবি , কোন পরিচালক , কোন নায়কের বিপরীতে দেখা যাবে সইফ কন্যা সারা আলি খানকে, তা জল্পনা কল্পনাতেই রয়েছে।

চর্বিযুক্ত মাছ উপকারী নাকি ক্ষতিকর? জেনে নিন

সম্প্রতি শোনা যাচ্ছে কাই পো চে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিষেক ঘটতে চলেছে সারা আলি খানকে। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, কাই পো চে পরিচালক অভিষেক কাপুর তাঁর পরবর্তী ছবিতে সারা আলি খানকে মহিলা প্রধান চরিত্রে কাস্ট করতে চলেছেন। এবং তাঁর বিপরীতে থাকতে চলেছেন রাবতা নায়ক সুশান্ত সিং রাজপুত ।

কঙ্কনার ফিল্মে কিছুতেই কাজ করতেই রাজি ছিলেন না রণবীর

.