'শেষবারের মতো', 'দিল বেচারা-য় সুশান্তকে দেখে আবেগে ভাসলেন সারা
নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সারা
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=33OADPjb)
!['শেষবারের মতো', 'দিল বেচারা-য় সুশান্তকে দেখে আবেগে ভাসলেন সারা 'শেষবারের মতো', 'দিল বেচারা-য় সুশান্তকে দেখে আবেগে ভাসলেন সারা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/07/259888-sara-sushant-sanjana.jpg)
নিজস্ব প্রতিবেদন : দিল বেচারার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সুশান্তের স্মৃতিতে চোখে জল চলে আসে ভক্তদের। দিল বেচারার গল্পে সুশান্ত যেভাবে ক্যানসার আক্রান্ত সঞ্জনা অর্থাত কিজি বসুকে সামলান, তা দেখে আবেগে ভেসে যান নেটিজেনরা। সুশান্তের শেষ ছবি দিল বেচারার ট্রেলার দেখে আবেগঘন হয়ে পড়েন সেলেবদের একাংশও।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর পর যেন কথা বলার ভাষা হারিয়েছেন অঙ্কিতা, জানালেন বন্ধু আরতি
সুশান্তের দিল বেচারার ট্রেলার দেখে তা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন সারা আলি খান। দিল বেচারায় সুশান্তকে শেষবারের মতো দেখা যাবে বলেও মন্তব্য করেন সারা আলি খান। নিজের প্রথম সিনেমা কেদারনাথ-এর সঙ্গী সুশান্ত সিংরাজপুতের স্মৃতিতে মগ্ন হয়ে যান সইফ-কন্যাও।
দেখুন...
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মন থেকে ভেঙে পড়েছেন সারা আলি খান। সারা কিছুতেই সুশান্তের চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না বলেও মন্তব্য করেন সইফ।