Sara Ali Khan on Sara-Subhman relationship: সইফকন্যা নয়, সারার প্রেমেই শুভমন! গোপন তথ্য ফাঁস করলেন কে?

Sara Ali Khan on Sara-Subhman relationship: ‘সারা দুনিয়া অন্য সারার পিছনে পড়ে আছে’। শুভমন গিলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সম্প্রতি এই কথাই বলেন সারা আলি খান। এখান থেকেই জোর জল্পনা তাহলে কি সারা তেন্ডুলকর ও শুভমন গিলের সম্পর্কের কথা ফাঁস করলেন সারা আলি খান?

Updated By: Nov 6, 2023, 05:04 PM IST
Sara Ali Khan on Sara-Subhman relationship: সইফকন্যা নয়, সারার প্রেমেই শুভমন! গোপন তথ্য ফাঁস করলেন কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেট দুনিয়ার উঠতি তারকা শুভমন গিল(Subhman Gill) ও সচিনকন্যা(Sachin Tendulkar) সারা তেন্ডুলকরের(Sara Tendulkar) সম্পর্কের কথা প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। কিন্তু সেখানে রয়েছে টুইস্টও। কারণ শুভমন গিলকে মাঝে দেখা গিয়েছিল সারা আলি খানের(Sara Ali Khan) সঙ্গে। সেখান থেকেই শুরু হয় নয়া জল্পনা। তাহলে কী সচিনকন্যা নয়, সইফকন্যার প্রেমে পড়েছেন শুভমন। তবে এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন সারা আলি খান।

আরও পড়ুন- Nusrat-Yash-Nikhil: ইডেনে যশের সঙ্গে নুসরত, একই ম্যাচ দেখতে অন্য নায়িকার সঙ্গে হাজির নিখিলও

'কফি উইথ করণ' সিজন 8-এর(Koffee With Karan Season 8) পরবর্তী এপিসোডে অতিথি হিসেবে থাকবেন সারা আলি খান ও তাঁর অন্যতম প্রিয় বন্ধু অনন্যা পান্ডে(Ananya Pandey)। প্রত্যাশিতভাবেই সঞ্চালক অর্থাৎ পরিচালক করণ জোহর তাঁদের কাছে তাঁদের কথিত প্রেমিক সম্পর্কে জানতে চান। সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমনের প্রেম নিয়ে ইঙ্গিত দেন অভিনেত্রী। পাশাপাশি শুভমনের সঙ্গে তাঁর প্রেমের কথা অস্বীকার করেছেন সারা আলি।

কফি উইথ করণ (কেডব্লিউকে)-এর অনুষ্ঠানে সারা আলি খান লাল এবং অনন্যা খান হাজির হয়েছিলেন কালো পোশাকে। নতুন প্রোমোর শুরুতেই করণকে দু'জনকে বলতে দেখা যায়, তোমরা কখনও একই লোকের প্রেমে পড়েছ? উত্তরে সারা বলেন, 'ওহ, এই শো-এর শুরুটা খুব ভাল হয়েছে অনন্যা তখন বলল, এবার এখানে লাইগারকে অ্যাড্রেস করো।". 'না, না, না, না', এমন ইঙ্গিত দিয়ে সারা বলেন, তাঁরা অনন্যার লাইগারের সহ-অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে নিয়ে কথা বলছেন না, যিনি গত বছর অনন্যার সঙ্গে কেডব্লিউকে-তে একটি এপিসোডে এসেছিলেন।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

করণ যখন সারাকে তাঁর ডেটিং নিয়ে জল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন, 'আপনারা সারাকে ভুল বুঝেছেন। সারা দুনিয়া ভুল সারার পিছনে পড়ে আছে।" এরপর ব়্যাপিড ফায়ার রাউন্ডে একটি প্রশ্নে করণ জিজ্ঞেস করেন, অনন্যার কাছে কী আছে যা সারা কাছে নেই। উত্তরে সারা বলেন, ‘নাইট ম্যানেজার’। সকলেরই জানা 'দ্য নাইট ম্যানেজার'  ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে ছিলেন আদিত্য রায় কাপুর। তাঁর সঙ্গেই প্রেম করছেন অনন্যা, এমনটাই খবর। অন্য এক প্রশ্নের জবাবে অনন্যা বলেন, 'আশিকি এভাবেই হয়’, তারপর নিজেই নিজের উপর বিরক্ত হয়ে নিজের উদ্দেশ্যেই বলেন, ‘কথা বন্ধ করো!’

২০১৮ সালে সিজন সিক্স দিয়ে কেডব্লিউকে-তে ডেবিউ করেন সারা। বাবা সইফ আলি খানের সঙ্গে সেই চ্যাট শো-তে হাজির হয়েছিলেন তিনি। এর কয়েক সপ্তাহ পর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে 'কেদারনাথ' ছবিতে অভিনয় করেন তিনি। গত বছর 'কফি উইথ করণ' সিজন সেভেনে অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে কফি কাউচে হাজির হয়েছিলেন সারা।

আরও পড়ুন- Amala Paul Wedding: বিয়ের পিঁড়িতে অমলা, বিচ্ছেদের ৬ বছর পর ফের সংসার বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী...

অন্যদিকে ২০১৯ সালে করণ জোহরের শো-তে প্রথম হাজির হয়েছিলেন অনন্যা। 'কফি উইথ করণ' সিজন সিক্সে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার সঙ্গে অতিথি হিসেবে দেখা গিয়েছিল অনন্যাকে। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' মুক্তির কয়েক মাস আগে তারা সুতারিয়ার সঙ্গে দেখা গিয়েছিল অনন্যাকে। ২০১৯ সালে অনন্যার বলিউডে অভিষেক হয়। গত বছর 'কফি উইথ করণ' সিজন সেভেনের চতুর্থ পর্বে কফি কাউচের মঞ্চে হাজির হয়েছিলেন অনন্যা, সঙ্গে ছিলেন তাঁর 'লাইগার' ছবির কো-অ্যাক্টর বিজয় দেবরাকোন্ডা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.