বন্যা বিধ্বস্ত কাশ্মীরের সাহায্যে এগিয়ে এলেন জেল বন্দী মুন্না ভাই
জেলে বসেই জম্মু-কাশ্মীরে বন্যাবিধ্বস্ত মানুষের সাহায্যের জন্য বিশেষ উদ্যোগ নিলেন সঞ্জয় দত্ত। কয়েদিদের সবাইকে নিজেদের একদিনের আয় দান করার আহ্বান জানিয়েছেন তিনি। নিজেও দিয়েছেন। জেল কর্তৃপক্ষের কাছে সঞ্জু বাবার আবেদন, সংগৃহীত অর্থ যেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে পাঠিয়ে দেওয়া হয়।
ব্যুরো: জেলে বসেই জম্মু-কাশ্মীরে বন্যাবিধ্বস্ত মানুষের সাহায্যের জন্য বিশেষ উদ্যোগ নিলেন সঞ্জয় দত্ত। কয়েদিদের সবাইকে নিজেদের একদিনের আয় দান করার আহ্বান জানিয়েছেন তিনি। নিজেও দিয়েছেন। জেল কর্তৃপক্ষের কাছে সঞ্জু বাবার আবেদন, সংগৃহীত অর্থ যেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে পাঠিয়ে দেওয়া হয়।
উনিশশো তিরানব্বইয়ের মুম্বই বিস্ফোরণ মামলায় পুণের ইয়েরওয়াড়া জেলে সাজা কাটছেন এই বলি অভিনেতা। এসবের মধ্যেই কয়েকদিন আগে আয় বেড়েছে সঞ্জয় দত্তের। জেলে পেপার ব্যাগ বানানোর কাজ করেন তিনি। এজন্য এতদিন রোজ পচিশ টাকা করে পেতেন সঞ্জয়। এবার তা আরও পনের টাকা বাড়িয়ে চল্লিশ করা হয়েছে।