Sandhya Mukhopadhyay Rejects Padma Shri Award: ‘এটা অত্যন্ত অপমানজনক’ পদ্মশ্রী প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের
ওঁরা প্রত্যাখ্যানের কারণ জানতে চেয়েছিলেন, আমি জানিয়েছি ‘আমার মন চাইছে না’
নিজস্ব প্রতিবেদন: পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করলেন বর্ষীয়ান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবারই তাঁর কাছে ফোন আসে এই সম্মান গ্রহণ করার জন্য, শিল্পী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই সম্মান গ্রহণ করতে পারবেন না। শাস্ত্রীয় সঙ্গীত থেকে সিনেমায় প্লে-ব্যাক, বেসিক গানের অ্যালবাম, তাঁর কাজের ব্যাপ্তি অনেকটাই। তা না জেনে কেউ তাঁকে সম্মান দিতে চাইলে তা তিনি গ্রহণ করবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন গীতশ্রী।
আরও পড়ুন: Ritwick Chakraborty: লকডাউনে অন্তরের দিকে চেয়ে নিজেকে নতুন করে খুঁজে পেলাম: ঋত্বিক
জি ২৪ ঘণ্টার তরফে শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন-‘আমার শরীরটা বেশ খারাপ। আমাকে পদ্মশ্রী নেওয়ার কথা বলা হয়েছিল, দিল্লি থেকে ফোন করা হয়েছে। আমি বলেছি না আমি পারবনা এই সম্মান নিতে যেতে। তাঁরা কারণ জানতে চায়, আমি বলেছি আমার মন চাইছে না। এটা অনেক বড় অপমান আমার জন্য। এই অপমানের সম্মান আমি গ্রহণ করতে পারব না। আমি কি কাজ করেছি ওঁরা তা জানে না। আমায় চেনেও না। সঙ্গীত জগতে সম্পর্কেও ওরা অবগত নয়। তাই কিছু না জেনেই কথা বলেছে, সেটাই খারাপ লাগা। একেবারে ঘোষণার শেষ পর্যায়ে এসে আমায় ফোন করছে, এতদিন পর মনে হল ওঁদের, আমি ঠিকমত দাঁড়াতে পারি না এখন, মঞ্চে গিয়ে কীভাবে গ্রহণ করব এই সম্মান? ’
‘সারা ভারতে যত শিল্পী আছেন তাঁদের সঙ্গে আমি গান গেয়েছি। বড়ে গুলাম আলি খানের শিষ্যা আমি, তাঁর সঙ্গেও এক স্টেজে গান গাওয়ার সুযোগ পেয়েছি। সেটাই আমার জীবনের সেরা পুরস্কার। আমার দেশ আমায় যতটা ভালবেসেছে, মানুষ আমায় যতটা নিজের করে নিয়েছে, তারপর আমার আর কোনও আক্ষেপ নেই। এর আগে হেমন্ত মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্য়ায়ও এই সম্মান প্রত্যাখ্যান করেছিলেন এজন্যই।’
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)