বাদুড়, প্যাঙ্গোলিনের মাংস বিক্রির বাজার খুলে দিল চিন; রাগ, ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী

চিন কীভাবে এই ধরনের কাজ করতে পারে, প্রশ্ন তোলেন অভিনেত্রী

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 1, 2020, 03:09 PM IST
বাদুড়, প্যাঙ্গোলিনের মাংস বিক্রির বাজার খুলে দিল চিন; রাগ, ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের প্রকোপ কাটতে না কাটতেই ফের বাদুড়, কুকুর বিক্রির বাজার খুলে দিল চিন। যার প্রভাব ফের নতুন করে ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে।

করোনা ভাইরাস যখন গোটা বিশ্ব জুড়ে মারণ থাবা বসিয়েছে, তখন চিন কীভাবে মানুষের খাবারের জন্য কুুকুর, বাদুড়, প্যাঙ্গোলিন বিক্রির বাজার খুলে দিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশপাশি করোনার থাবার মধ্যে চিনের এই পদক্ষেপ আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি  এমন খবর সংবাদমাধ্যমের পাতায় উঠে আসতেই শুরু হয়ে যায় জোর শোরগোল। 

 

বিষয়টি নিয়ে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী সন্ধ্যা মৃদুল। তিনি বলেন, করোনার প্রভাব যখন গোটা বিশ্বের মানুষের উপর পড়ছে, তখন চিন এই ধরনের বাজার কীভাবে নতুন করে খুলে দিল! এবার চিনের মানুষ নিজেদেরই খেয়ে ফেলুক বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাগ, ক্ষোভ উগরে দেন সন্ধ্যা। 

.