জেল হতে পারে সলমনের

অনেকদিন আগের ভুল এখনও সলমনের পিছু ছাড়ছে না। প্রায় ১২ বছর সুরজ বরজাতিয়ার হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় রাজস্থানের জঙ্গলে কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সলমন। সেই ভুলের জন্যই প্রায় ৩ বছর জেল খাটার মুখে এখন সলমন!

Updated By: Jul 26, 2012, 11:31 PM IST

অনেকদিন আগের ভুল এখনও সলমনের পিছু ছাড়ছে না। প্রায় ১২ বছর সুরজ বরজাতিয়ার হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় রাজস্থানের জঙ্গলে কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সলমন। সেই ভুলের জন্যই প্রায় ৩ বছর জেল খাটার মুখে এখন সলমন!

সলমন ছাড়াও টাবু, সোনালি বেন্দ্রে, নীলাম এবং সাইফ আলি খানের বিরুদ্ধেও উঠেছিল এই একই অভিযোগ। অভিযুক্ত বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে ওয়াইল্ড লাইফ অ্যাক্টের ৫১ ধারায় এবং ভারতীয় সংবিধানের ১৪৯ ধারায় মামলা রজু করা হয়। আর সেই মামলার ভিত্তিতেই ৩ বছর পর্যন্ত জেল হওয়ার সম্ভাবনা রয়েছে ঘটনায় মূল অভিযুক্ত সলমনের।
সলমনের শাস্তি হবে কিনা সময়ই বলবে। আপাতত তাঁর জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই ভক্তদের।

.