লকডাউনের মধ্যে গুজব ছড়ালে আইনি পদক্ষেপ, কীসের হুঁশিয়ারি দিলেন সলমন!

নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন

Edited By: জয়িতা বসু | Updated By: May 14, 2020, 11:33 AM IST
লকডাউনের মধ্যে গুজব ছড়ালে আইনি পদক্ষেপ, কীসের হুঁশিয়ারি দিলেন সলমন!

নিজস্ব প্রতিবেদন: ​লকডাউনের মধ্যে কোনও কাজ করা হচ্ছে না। গোটা দেশ জুড়ে যখন লকডাউন চলছে, তখন নিয়ম ভেঙে সলমন খান কিংবা সলমন খান প্রোডাকশন হাউস কোনও কাজ শুরু করেনি আর করবেও না। যদি কেউ এই ধরনের গুজব ছড়ান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবার এভাবেই হুঁশিয়ারি দিলেন সলমন খান।

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের জন্য কী বললেন মোদী! ট্যুইটের পরই জোর কটাক্ষ জাভেদ আখতারকে

তেরে বিনা মুক্তি পাওয়ার পর, ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে সলমন খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজের ওই গান। পানভেলের বাগান বাড়িতে বসেই ওই কাজ করা হয়। তেরে বিনা মুক্তি পাওয়ার পরই গুঞ্জন শুরু হয়, সলমন এবং তাঁর প্রোডাকশন হাউস কাজ শুরু করেছে। ওই গুঞ্জন নিয়ে জল্পনা শুরু হতেই রেগে যান সলমন। সলমন খান কিংবা তাঁর প্রোডাকশনের নাম করে কেউ যদি কোনও ধরনের মিথ্যে খবর বা গুজব ছড়ান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানান সলমন খান।

 

প্রসঙ্গত , সলমন খানের রাধে চলতি বছর ইদে মুক্তি পেতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে সে বিষয়ে স্পষ্ট করে কোনও মন্তব্য করেননি বলিউড ভাইজান।

.