কীভাবে সেজেছে সলমনের গণেশ, দেখুন এক্সক্লুসিভ ভিডিও

Updated By: Aug 26, 2017, 07:14 PM IST
কীভাবে সেজেছে সলমনের গণেশ, দেখুন এক্সক্লুসিভ ভিডিও

ওয়েব ডেস্ক: প্রতিবছর গণেশ পুজোয় সেজে ওঠে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। ১৪ বছরের এই প্রথা এবার ভেঙেছে। সলমনের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে আরাধনা হচ্ছে বাপ্পার।গণেশের দর্শন করতে অর্পিতার বাড়িতে প্রথম অতিথি হয়েছিলেন সলমন খান। আবু ধাবিতে শ্যুটিংয়ের মাঝপথে শুধু গণপতির জন্যই দেশে ফিরেছিলেন। গ্যালাক্সিতে পুজো না হলেও জৌলুস কম ছিল না।

 

নিজের হাতে পুজোর জায়গা সাজিয়েছেন সলমনের বোন অর্পিতা। গোটা ঘরই সেজে উঠেছে ফুলে। লক্ষাধিক ফুল ব্যবহার করা হয়েছে মণ্ডপ সাজানোয়। নজর কাড়ছে প্রচুর সাদা গোলাপ। বাপ্পার পিছনে রয়েছে হলুদ ফুল। ধর্মীয় মতে, হলুদ পবিত্র রং। প্রতিবছরই মণ্ডপ সাজানোয় হাত লাগান খান পরিবারের মেয়েরা। দেখুন ভিডিও  

 

 

গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে অর্পিতার বাড়িতে সরে গিয়েছে গণপতির পুজো। সেখানে পুজোয় অংশ নিয়েছিলেন সলমন খান। অর্পিতার কথায়, "চিরকালই বাপ্পার আশিস পেয়েছে খান পরিবার।" 

আরও পড়ুন, সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এবারও আসছেন বাপ্পা, কীভাবে জানেন?

 

.