লাকি ব্রেসলেট হারিয়ে হতাশ সলমন

গত কয়েক বছর ধরেই হাতের ফিরোজা নীল ব্রেসলেট সলমনের সবসময়ের সঙ্গী। বাবা সেলিম খানের দেওয়া এই লাকি ব্রেসলেট ছাড়া সলমন কিছু ভাবতেই পারেন না। সেই ব্রেসলেটটিই হারিয়ে ফেলেছিলেন সলমন।

Updated By: Feb 7, 2014, 07:23 PM IST

গত কয়েক বছর ধরেই হাতের ফিরোজা নীল ব্রেসলেট সলমনের সবসময়ের সঙ্গী। বাবা সেলিম খানের দেওয়া এই লাকি ব্রেসলেট ছাড়া সলমন কিছু ভাবতেই পারেন না। সেই ব্রেসলেটটিই হারিয়ে ফেলেছিলেন সলমন।

সলমনের পনভেলের ফার্মহাউজে পার্টি চলছিল। হঠাত্ই এক ঘনিষ্ঠ বন্ধুর চোখে পড়ে সলনের হাতে ব্রেসলেট নেই। সলমনকে জানাতেই পাগলের মতো সারা গোটা ফার্মহাউজে ব্রেসলেট খুঁজতে থাকেন তিনি। কিন্তু কোথাও না পেয়ে শেষপর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দেন সলমন।

সল্লু যখন সব আশা ছেড়ে দিয়েছেন তখনই হঠাত্ তাঁর মুখে হাসি ফিরিয়ে আনেন তাঁর জয় হো কো-স্টার অস্মিত পটেল। ফার্মহাউজের সুইমিং পুলের তলা থেকে ব্রেসলেট খুঁজে পান অস্মিত। ব্রেসলেট হারিয়ে যেন প্রাণই উড়ে গিয়েছিল সলমনের। খুঁজে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি।

.