শচীন কর্তারও চিন্তা ছিল, ছেলে যে, সলিল হতে চায়!
স্বরূপ দত্ত
ছয়ের দশকের শেষের দিক, সাতের দশক পুরো, আটের দশক পুরো এবং নয়ের দশকের অর্ধেকটা। ভারত দুলেছে, তাঁর সুরে। এই বিষয়েও কোনও প্রশ্ন নেই, তর্ক নেই। এতটাই দাপট রাহুল দেব বর্মনের। হবেন নাই বা কেন! শচীন দেব বর্মনের ছেলে, এটুকু রাজত্ব করবেন না! রাহুলের এই সাফল্য তাই স্বাভাবিক।
যদিও রাহুল দেব বর্মন যখন বেড়ে উঠছেন, তখন শচীন কর্তাও বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন। বলতে পারেন, খানিকটা অহংয়েও লাগছিল তাঁর। ছেলে রাহুল যে, তাঁকে নয়, বেড়ে ওঠার দিনগুলোতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন সলিল চৌধুরিকে! ছেলে আমার থেকেও সলিলকে বেশি ভালবাসছে, তাঁর মতো হতে চাইছে, শচীন কর্তা অনেক বড় মানুষ। তবু, তাঁরও তো একটু অহংয়ে লাগবেই।
শচীন দেব বর্মন বলতেনও সেই কথা। ‘আহা রে, ছেলেটা আমার যে, সলিল হতে চায়!’ সলিল চৌধুরি কেন সেরা, সেটা বলার জন্য এই লাইনটাই কি যথেষ্ঠ নয়?