শ্রাবন্তীর নতুন ভিডিয়ো শেয়ার করলেন রোশন, স্বামীর কীর্তিতে নাজেহাল অভিনেত্রী!

খুশি অভিনেত্রীর ভক্তরা 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 22, 2020, 04:41 PM IST
শ্রাবন্তীর নতুন ভিডিয়ো শেয়ার করলেন রোশন, স্বামীর কীর্তিতে নাজেহাল অভিনেত্রী!

নিজস্ব প্রতিবেদন : শ্রাবন্তীর নতুন ভিডিয়ো শেয়ার করলেন রোশন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোশন শেয়ারও করেন (Srabanti Chatterjee) শ্রাবন্তীর সেই ভিডিয়ো। নতুন ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই উচ্ছ্বসিত হয়ে ওঠেন অভিনেত্রীর ভক্তরা।  যদিও নিজের সেই গোপণ ভিডিয়ো দেখে বেশ লজ্জা পেয়ে যান শ্রাবন্তী। লজ্জায় নিজের মুখও ঢেকে ফেলেন তিনি। 

আরও পড়ুন : প্রথম স্ত্রী অমৃতাকে ভুলতে পারেননি? বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সইফ
পাশাপাশি রোশন যাতে শিগগির ওই ভিডিয়ো ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলেন, সেই আর্জিও করতে শুরু করেন (Tollywood) টলিউডের এই প্রথম সারির (Actor) অভিনেত্রী। যদিও স্ত্রীর সেই আর্জি একেবারেই কানে তোলেননি রোশন। উলটে, শ্রাবন্তীর ওই ভিডিয়ো দেখে এবং অভিনেত্রী স্ত্রীর ভক্তদের পোস্ট দেখে বেশ খুশি হয়ে যান (Roshan Singh) রোশন।
দেখুন ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একেকেবারে ছোটদের মতো গলা করে পিতজা খেতে চাইছেন শ্রাবন্তী। রোশনর সঙ্গে গিয়ে পরপর দুটি পিতজা খেতে চান তিনি। ছোটদের গলার অনুকরণ করেই রোশনের কাছে সেই আবেদন শ্রাবন্তী করতে শুরু করেন বলে ওই ভিডিয়োতে দেখা যায়।

.