Rituparna On Tarun Majumdar: ''রবীন্দ্রসংগীতকে সর্বজনীন করেছেন তরুণ মজুমদার''

'কলকাতায় নেই,  তাই শেষবারের মতো পরিচালকের কাছে ছুটে যেতে পারলাম না।' 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 4, 2022, 02:30 PM IST
Rituparna On Tarun Majumdar: ''রবীন্দ্রসংগীতকে সর্বজনীন করেছেন তরুণ মজুমদার''

সৌমিতা মুখোপাধ্যায় : 'আলো', 'চাঁদের বাড়ি', 'ভালোবাসার বাড়ি', তরুণ মজুমদারের পরপর তিনটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। অভিনেত্রীর মনের মধ্যে জমে রয়েছে অসংখ্য স্মৃতি। প্রিয় পরিচালকের মৃত্যুতে তাই মন ভারাক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্তের। তবে তিনি কলকাতায় নেই, শেষবারের মতো পরিচালকের কাছে ছুটে যেতে পারলেন না। 

 Zee ২৪ ঘণ্টাকে ফোনে ঋতুপর্ণা জানালেন,  তরুণ মজুমদার নেই, এই কথাটা ভাবতেও খুব কষ্ট হচ্ছে। উনি ছিলেন একটা ইনস্টিটিউশন। অনেক বড় মাপের কাজ উনি দিয়ে গেছেন। ওঁর কীর্তিতে, সৃষ্টিতে, আমরা সমৃদ্ধ। উনি ভারতীয় সিনেমাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন। সিনেমাকে কীভাবে আবিষ্কার করতে হয়, সম্পর্ককে নতুন নিরিখে দেখাতে হয়, পারিবারিক গভীরতা কতটা, প্রেমকে কী ভাবে দেখাতে হয়, তা ওঁর মতো করে খুব কম জনই পারেন। আমার মনে হয় ওঁর মতো দৃষ্টিভঙ্গী খুব কম মানুষেরই আছে। এক অসম্ভব দৃঢ়চেতা মানুষ। ওঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, সেটা আমার কাছে একটা আশীর্বাদ।

আরও পড়ুন: Tarun Majumdar Death: মরনোত্তর দেহদান, রবীন্দ্র সদন বা নন্দনে যেতে চাননি প্রয়াত তরুণ

আরও পড়ুন: Tarun Majumdar Death: "আমার বাবা... আমাকে গড়েছেন," কাঁদতে কাঁদতে বললেন 'ছোট মেয়ে' দেবশ্রী

আরও পড়ুন:  Tarun Majumdar Death : পলাতক জীবনপুরের পথিক

ঋতুপর্ণা বলেন, আমি ওঁর তিনটে ছবিতে কাজ করেছি। প্রত্যেকটা ছবি মানুষের মনের মধ্যে গভীরভাবে ছাপ ফেলেছে। 'আলো' ছবিটি তো একটা নজির রেখে গেছে। একটা বাংলা সিনেমাতে নতুন দিক তৈরি করেছে 'আলো'। আজও অনেকে জিজ্ঞাসা করেন, আরেকটা 'আলো' হয়না? তারপর অনেকজন শিল্পীকে নিয়ে 'চাঁদের বাড়ি' বানিয়েছিলেন। সেখানে আমিও ছিলাম, পারিবারিক প্রেম, বন্ধনের কীভাবে মূল্যায়ন করতে হয়, ওঁর থেকে ভালো বোধহয় কেউ জানতেন না। সঙ্গীতের ব্যবহার কী অসাধারণ! রবি ঠাকুরের গানগুলিকে ছবিতে অন্যমাত্রা দিয়েছেন। 'ভালোবাসার বাড়ি', ভালোবাসায় ভরা সংসারের ভিতেরের গল্প কী অসাধারণ! ওঁর অনেক ছবি আমার ব্যক্তিগত ভাবে খুব প্রিয়, যেমন 'দাদার কীর্তি', 'ভালোবাসা ভালোবাসা', 'পলাতক', 'গণদেবতা' সহ আরও অনেকগুলি রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে উনি কাজ করেছেন। আজ আমি বিদেশে, তাই ছুটে যেতে পারলাম না। তবে আমার মন কলকাতাতেই রয়েছে। ওঁকে প্রণাম করে, ওঁর আশীর্বাদ নিতে চাই। ( বলতে গলা ধরে এল)। বলতে চাই, তুমি আবার ফিরে এসো, আরও অনেক কিছু সৃষ্টি করো, you are our master, তোমাকে প্রণাম। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.