ব্যবহার কেমন হওয়া উচিত তা সারার থেকেই শেখা উচিত বাকি সেলেবদের, মত ঋষি কাপুরের

 তাঁর থেকে অন্যান্যদের শেখার পরামর্শ দিচ্ছেন খোদ ঋষি কাপুর ?

Updated By: Aug 8, 2019, 10:59 AM IST
ব্যবহার কেমন হওয়া উচিত তা সারার থেকেই শেখা উচিত বাকি সেলেবদের, মত ঋষি কাপুরের

নিজস্ব প্রতিবেদন: সইফ কন্যা সারা আলি খানের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা ঋষি কাপুর। তাঁর কথায়, বিমানবন্দরে কীভাবে ব্যবহার করা উচিত তা সারার থেকে শেখা উচিত সেলিব্রিটিদের। ভাবছেন তো সারা আবার এমন কী করে বসলেন, যেটা কিনা তাঁর থেকে অন্যান্যদের শেখার পরামর্শ দিচ্ছেন খোদ ঋষি কাপুর ?

গত মঙ্গলবার মুম্বই থেকে লখনউ উড়ে যান সারা আলি খান। সেসময় আর পাঁচজন সেলিব্রিটির মতোই মুম্বই বিমানবন্দরে সারার ছবি ও ভিডিয়ো পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়েও পড়ে। আর সেটি নজর এড়ায়নি সোশ্যাল মিডিয়া স্যাভি ঋষি কাপুরের। ভিডিয়োতে দেখা যায়, নিজের ব্যাগপত্র ট্রলি করে নিয়ে সারা নিজেই বয়ে নিয়ে যাচ্ছেন। কারোর সাহায্য নেননি। আবার, পাপারাৎজির ক্যামেরা পড়তেই হাসিমুখে তাঁদের সঙ্গে কথাও বলতে দেখা যায় সইফ কন্যাকে। সারার পোশাকেও কোনও আড়ম্বর ছিল না, চোখ ঢাকতে অন্যান্যা সেলেবদের মতো সানগ্লাসও পরেননি তিনি। বরাবরই সারার সব চালচলনই আর পাঁচজন সাধরণ লোকজনের মতোই ছিমছাম। আর এসব নজরে আসতেই সারার প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি অভিনেতা।

আরও পড়ুন-ভাইরাল শ্রীদেবী কন্যার বেলি ডান্সের ভিডিয়ো

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

সাধারণত বিমানবন্দরে প্রায় কোনও বলি সেলেবই নিজের ব্যাগ, জিনিসপত্র নিজে বয়ে নিয়ে যান না। তার উপর পাপারাৎজির ক্যামেরা দেখলে অনেকেই বিরক্তি দেখান। চোখ ঢাকতে পরে নেন সানগ্লাস। এমনকি উঠতি সেলেবরাও হাবভাব কিছু কম যান না। আর এতেই আপত্তি অভিনেতার। সইফ কন্যার ব্যবহার অন্যদের থেকে আলাদা হওয়ার কারণেই তাঁকে বেশ পছন্দ হয়েছে করিনা কাপুরের কাকা তথা কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের। বরাবরই ঠোঁটকাটা ঋষি কাপুর সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি।

নিজের নমনীয় ব্যবহারের জন্য পাপারাৎজির কাছেও বেশ জনপ্রিয় সারা। কখনওই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায় না তাঁকে। যখনই পাপারৎজির ক্যামেরা সামনে আসে তখনই হাসিমুখে কথা বলেন তিনি। প্রসঙ্গত, 'কেদারনাথ' 'সিম্বা'র পর সারাকে দেখা যাবে ইমতিয়াজ আলির 'লাভ আজকাল ২' ছবিতে।

আরও পড়ুন-'আমার পরিবারের সুষমাজি মায়ের মতো', শোকপ্রকাশ পাক বংশোদ্ভুত আদনানের

.