Richa Chadha & Ali Fazal : বিয়ের পরই নতুন উদ্যোগ, রিচা-আলির ছবিতে কানি কুশ্রুতি
'গার্লস উইল বি গার্লস'-এর পরিচালনা করছেন নবাগত পরিচালক শুচি তালাটি। ছবি নিয়ে তিনি বলেন, 'যেভাবে কাজ হচ্ছে সেটা দেখা আমি অভিভূত। আমি এই ছবিটি বানাতে ভীষণই উৎসাহী। আমাদের এই ছবির চিত্রনাট্য নিয়ে আমি ভীষণই আত্মবিশ্বাসী। এই ছবিটি তৈরির জন্য যেভাবে বিভিন্ন জায়গা থেকে অনুদান এসেছে, তাতে ছবি নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ছবিতে যে অভিনেতারা কাজ করছেন তাঁরাও দক্ষ, তাঁদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি এবং কৃতজ্ঞও।'
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Richa Chadha & Ali Fazal : বিয়ের পরই নতুন উদ্যোগ, রিচা-আলির ছবিতে কানি কুশ্রুতি Richa Chadha & Ali Fazal : বিয়ের পরই নতুন উদ্যোগ, রিচা-আলির ছবিতে কানি কুশ্রুতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/11/04/395155-280bd1ea-9066-4a8a-9e00-0cb6018e5681.jpg)
Richa Chadha, Ali Fazal, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : গত মাসেই ঘটা করে হয়েছে বিয়ে এবং রিসেপশন পার্টি। আর বিয়ের পরই নিজেদের প্রযোজনা সংস্থার প্রথম কাজ শুরু করে দিলেন আলি ফজল, রিচা চাড্ডা। উত্তরাখণ্ডে শুরু হয়েছে আলি-রিচার প্রথম ছবি 'গার্লস উইল বি গার্লস'-এর শ্যুটিং। তাঁদের এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন মালায়ালম অভিনেত্রী কানি কুশ্রুতি। 'গার্লস উইল বি গার্লস'-এর পরিচালনা করছেন নবাগত পরিচালক শুচি তালাটি। গত বছর বিভিন্ন সম্মানীয় কাজের জন্য খবরের শিরোনামে উঠে এসেছিলেন শুচি, প্রশংসিতও হয়েছিল তাঁর কাজ।
জানা যাচ্ছে, ছবির গল্পে উঠে আসবে হিমালয়ের পাদদেশে একটি ছোট শহরের একটি বোর্ডিং স্কুল। উঠে আসবে ১৬ বছর বয়সী একটি মেয়ে মীরা ও তার মায়ের গল্প। যে হঠাৎই বয়সের কারণে বিদ্রোহী হয়ে উঠবে। জানা যাচ্ছে, এই বছরের শুরুর দিকে, ছবিটি বার্লিনলে কো-প্রোডাকশন মার্কেটে আর্টে কিনো পুরস্কার এবং ভিএফএফ ট্যালেন্ট হাইলাইটস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিতে চান এমন মহিলাদের নিয়ে নির্মাতাদের তরফে একটা ওয়ার্কশপও করা হয়েছিল। এই ছবিতে যিনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন, সেই কানি কুশ্রুতি মূলত মালায়লম অভিনেত্রী। নিজের অভিনয়ের জন্য এর আগে একাধিক পুরস্কার জিতে নিয়েছেন কানি। কেরালা রাজ্য সরকারের তরফে পুরস্কার জিতে নেওয়ার পাশাপাশি ফিল্মফেয়ার পুরস্কার, রোম প্রিজমা পুরস্কার এবং ব্রিকস আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছেন। সেই কানি কুশ্রুতিকেও নিজের ছবি জন্য বেছে নিয়েছেন আলি ও রিচা।
আরও পড়ুন-'ঘুরপথে বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা, ও আসলে কুৎসিত!'
আরও পড়ুন-মাতৃত্বের মাত্র তিন মাস, স্বামীর সঙ্গে ছুটিতে সোনম, 'ছেলে কই?' প্রশ্ন নেটপাড়ার
এই ছবি প্রসঙ্গে পরিচালক শুচি তালাটি বলেন, 'যেভাবে কাজ হচ্ছে সেটা দেখা আমি অভিভূত। আমি এই ছবিটি বানাতে ভীষণই উৎসাহী। আমাদের এই ছবির চিত্রনাট্য নিয়ে আমি ভীষণই আত্মবিশ্বাসী। এই ছবিটি তৈরির জন্য যেভাবে বিভিন্ন জায়গা থেকে অনুদান এসেছে, তাতে ছবি নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ছবিতে যে অভিনেতারা কাজ করছেন তাঁরাও দক্ষ, তাঁদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি এবং কৃতজ্ঞও।'
ছবির প্রযোজক রিচা চাড্ডা বলেন, 'আমি বরাবরই ভালো মানের ছবি তৈরি করতে চেয়েছি। এই ছবির অংশ হতে পেরে আমি ভীষণই খুশি। শুচি আর আমি কলেজ থেকে বন্ধু। আমি আত্মবিশ্বাসী এই ছবির ভবিষ্যৎ নিয়ে।'