১৮ বছর পর কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বেকসুর খালাস সলমন খান
স্বস্তি মিলল সলমন খানের। কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারা ত্যা মামলায় বেকসুর খালাস পেলেন বলিউডের সুলতান । এদিন যোধপুরের উচ্চ আদালত সলমনকে এই মামলায় নির্দোষ বলে রায় দিয়েছে।
ওয়েব ডেস্ক: স্বস্তি মিলল সলমন খানের। কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারা ত্যা মামলায় বেকসুর খালাস পেলেন বলিউডের সুলতান । এদিন যোধপুরের উচ্চ আদালত সলমনকে এই মামলায় নির্দোষ বলে রায় দিয়েছে। সলমনের খানের লাইসেন্সড বন্দুকের গুলি মৃত কৃষ্ণসার হরিণের শরীরে পাওয়া যায়নি বলেই জানিয়ে দিয়েছে আদালত। এই মামলাতেই ২০০৭ সালে প্রায় এক সপ্তাহ জেলে থাকতে হয় সলমন খানকে।
আরও পড়ুন- নাসিরুদ্দিন শাহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক টুইঙ্কল খান্না! কেন?
১৯৯৮ সালে যোধপুরে দুটি পৃথক ঘটনায় সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার ও একটি চিঙ্কারা হরিণ শিকারের অভিযোগ উঠেছিল ওই মামলায় নিম্ন আদালত সলমনকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। নিম্ন আদালত সলমনকে দোষী সাব্যস্ত করার পরে উচ্চ আদালতে আবেদন করেছিলেন সলমন খান।
আরও পড়ুন-করিনার 'বেবিমুন'
সলমনের বিরুদ্ধে অভিযোগ, সূরজ বরজাতিয়ার ছবি 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিংয়ের সময়ে বন্যপ্রাণী আইন ভেঙে কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন।