৫৮-এ রেখা
আটান্নয় পা দিলেন রেখা। প্রায় ষাটের কোঠায় পৌঁছে আজও যাঁর রূপটান সবাইকে অবাক করে।
Updated By: Oct 10, 2011, 01:05 PM IST
আটান্নয় পা দিলেন রেখা। প্রায় ষাটের কোঠায় পৌঁছে আজও যাঁর রূপটান সবাইকে অবাক করে।
এযুগের নায়িকাদের সঙ্গে রূপের ছটায় আজও পাল্লা দিতে পারেন সিলসিলার চাঁদনি, উমরাও যানের উমরাও।
জন্ম উনিশশো চুয়ান্নর দশই অক্টোবর চেন্নাইয়ে। পুরো নাম ভানুরেখা গণেশন। তবে ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে চেনে রেখা নামেই।
চেনে তাঁর অসংখ্য গুণমুগ্ধ। দু অক্ষরের ছোট্ট এই নামই একসময় মন্ত্রমুগ্ধ করে রেখেছিল অসংখ্য চলচ্চিত্রমোদীকে।
বরাবরই মহিলা প্রধান ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় রেখেছেন দক্ষিণী এই অভিনেত্রী।
খুন ভরি মাঙ, ইজাজত, উত্সব, শিলশিলা, উমরাও জান, খুবসুরত, মিস্টার নটবরলাল, দো আনজানের মতো ছবি উপহার দিয়েছেন।
আজও বিভিন্ন ছবিতে অভিনয় করে চলেছেন। তাঁর জন্মদিনে চব্বিশ ঘণ্টার শুভেচ্ছা।
Tags: