চলচ্চিত্র উত্সবে সত্যজিত, ঋতুপর্ণ, উত্পলেন্দুর ছবি
নভেম্বর মাস মানেই ভারতে চলচ্চিত্র উত্সবের মরসুম। কলকাতা ও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পর এবার রাজধানী আয়োজন করছে প্রাদেশিক চলচ্চিত্র উত্সব। আগামী সপ্তাহে ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত টানা তিন দিন ধরে চলবে এই চলচ্চিত্র উত্সব। ছবির তালিকায় জায়গা করে নিয়েছে তিনটি বাংলা ছবি।
নভেম্বর মাস মানেই ভারতে চলচ্চিত্র উত্সবের মরসুম। কলকাতা ও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পর এবার রাজধানী আয়োজন করছে প্রাদেশিক চলচ্চিত্র উত্সব। আগামী সপ্তাহে ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত টানা তিন দিন ধরে চলবে এই চলচ্চিত্র উত্সব। ছবির তালিকায় জায়গা করে নিয়েছে তিনটি বাংলা ছবি।
সত্যজিত রায়ের `অপুর সংসার`, ঋতুপর্ণ ঘোষের `দহন` ও উত্পলেন্দু চৌধুরীর `চোখ`। দিল্লির সাহিত্য কলা পরিষদ আয়োজিত চলচ্চিত্র উত্সবে দেখানো হবে এই তিনটি ছবি। প্রাদেশিক চলচ্চিত্র উত্সবের জন্য তিনটি আন্তর্জাতিক মঞ্চে সফল বাংলা ছবি বেছে নেওয়া হয়েছে। জানিয়েছেন সাহিত্য কলা পরিষদের অ্যাসিন্ট্যান্ট সেক্রেটারি জে পি সিং।
সত্যজিত রায়ের অপু ট্রিলজির শেষ ছবি `অপুর সংসার`। ১৯৫৯ সালে মুক্তি পাওয়া অপুর সংসার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বিদেশের মাটিতেও বহু পুরস্কার জিতেছিল। সুচিত্রা ভট্টাচার্যর উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি ঋতুপর্ণ ঘোষের `দহন` জিতেছিল তিনটি জাতীয় পুরস্কার।