Piya Sengupta: ইম্পার ভোটে কারচুপি! বনির মায়ের সঙ্গেও নাকি যোগ রয়েছে কুন্তলের

নিয়োগ দুর্নীতিতে বনি সেনগুপ্তর পর এবার নাম জড়ালো অভিনেতার মা পিয়া সেনগুপ্তেরও। যিনি কিনা আবার ইম্পা অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ ছিল ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তের। কুন্তল ঘোষ নাকি টাকা ঢেলেছিল পিয়া সেনগুপ্তের ইম্পাতেও।

Updated By: Mar 14, 2023, 10:18 AM IST
Piya Sengupta: ইম্পার ভোটে কারচুপি! বনির মায়ের সঙ্গেও নাকি যোগ রয়েছে কুন্তলের
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার ইম্পার (EIMPA) ভোটে কারচুপির অভিযোগ উঠল। হাইকোর্টে এমনই তথ্য পেশ করেছেন মামলাকারী। বর্তমানে ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)। অভিযোগ, স্বচ্ছভাবে ভোটে জেতেননি পিয়া। ইম্পার ভোটে পিয়া সেনগুপ্তকে জেতাতে টাকা ও লোক দিয়ে সাহায্য করেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। সোমবার অভিযোগ করেন ইম্পার প্রাক্তন সভাপতি কৃষ্ণা দাগা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পিয়া সেনগুপ্ত।

আরও পড়ুন, Train Cancel: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষা চলাকালীন ফের ভোগান্তির আশঙ্কা শিয়ালদহ-নৈহাটি শাখায়!

নিয়োগ দুর্নীতিতে বনি সেনগুপ্তর পর এবার নাম জড়ালো অভিনেতার মা পিয়া সেনগুপ্তেরও। যিনি কিনা আবার ইম্পা অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ ছিল ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তের। কুন্তল ঘোষ নাকি টাকা ঢেলেছিল পিয়া সেনগুপ্তের ইম্পাতেও। শুধু বনির উপরেই নয় ইম্বার নির্বাচনেও নাকি টাকা ঢেলেছিলেন ধৃত কুন্তল।  

যদিও পিয়া সেনগুপ্ত অবশ্য় আগেই এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি এক সাংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'পুরোটাই মিথ্যা, গুজব। আমার তো শুনে হাসি পাচ্ছে।' প্রসঙ্গত ২০২১-এর সেপ্টেম্বরে হয়েছিল ইম্পা অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। যেটি কিনা আসলে প্রযোজক, হল মালিক ও পরিবেশকদের সংগঠন। সেই সময় ইম্পার নির্বাচনের দিন নাকি নিজে উপস্থিত ছিলেন কুন্তল। তখনও নাকি নিয়োগ দুর্নীতিতে তার নাম শোনা যায়নি। 

কয়েকদিন আগে বনিকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কুন্তলের থেকে গাড়ি কিনতে টাকা নিয়েছিলেন অভিনেতা। মঙ্গলবার ফের বনি সেনগুপ্তকে সিজিওতে তলব করল তদন্তকারী সংস্থা। নথি নিয়ে দেখা করতে নির্দেশ ইডির। কুন্তলের টাকায় যে গাড়ি কিনেছিলেন বনি এখন সেই গাড়ি কিনেছেন নিউটাউনের এক ব্যবসায়ী। দু'হাজার একুশে ডিসেম্বরে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে গাড়ি কেনেন সৌভিক মুখোপাধ্যায়। 

আরও পড়ুন, DA Strike, Showcause: অফিস না এসে DA-র দাবিতে ধর্মঘট! সরকারি কর্মচারীদের শোকজের প্রক্রিয়া শুরু

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.