নিজস্ব প্রতিবেদন: হিমেশ রেশমিয়ার ছবির জন্য প্রথম গান 'তেরি মেরি কাহানি' রেকর্ড করার সঙ্গে সঙ্গেই তা প্রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরে 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-এর টাইটেল ট্র্যাক 'আদত' রেকর্ড করে ফেলেন রানু মণ্ডল। তবে এখানেই থেমে নেই রানু মণ্ডল। এবার হিমেশের ছবির জন্য 'আশিকী ম্যায় তেরি' বলে গানটিও রেকর্ড করে ফেলেন রানু মণ্ডল। 

হ্যাঁ ঠিকই শুনছেন, এনিয়ে হিমেশের 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-ছবির তিন তিনটি গানে শোনা যাবে রানু মণ্ডলের গলা। রানুর গলায় গাওয়া 'আশিকী ম্যায় তেরি' গানটি ৩৬চায়না টাউনের জন্যা হিমেশের গাওয়া 'আশিকী ম্যায় তেরি' গানেরই নতুন ভার্সন। এই গানটিতেও রানু মণ্ডলের সঙ্গে গেয়েছেন হিমেশ রেশমিয়া নিজেই। 

আরও পড়ুন-এবার সলমনের সঙ্গে দেখা করে গান গাইলেন রানু মণ্ডল

গানের রেকর্ডিংয়ের এক টুকরো ভিডিয়ো পোস্ট করে হিমেশ লিখেছেন, এটা গানের এক টুকরো ভিডিও, পুরো গানটি এখনও প্রসেসিংয়ে আছে। তবে এই গান রানুজির মুখে হাসি ফুটিয়েছে। রানুজির ভার্সেটাইল গলা এবং প্রত্যেকটা গানের সঙ্গে সঙ্গে ওনার মনোবলও বাড়ছে।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, হ্যাপি হার্ডি অ্যান্ড হীর ছবিতে অভিনয়ও করেছেন হিমেশ। ছবির প্রযোজক, মিউজিক ডিরেক্টর সবই হিমেশ রেশমিয়া নিজেই করছেন। 

আরও পড়ুন-সলমন নন, রানু মণ্ডলকে নতুন বাড়ি দিয়েছেন অন্য কেউ

English Title: 
Ranu Mandal records a new song Aashiqui Mein Teri for Himesh Reshammiya's Film
News Source: 
Home Title: 

হিমেশের ছবির জন্য ফের একটি গান রেকর্ড করে ফেললেন রানু মন্ডল

হিমেশের ছবির জন্য ফের একটি গান রেকর্ড করে ফেললেন রানু মন্ডল
Yes
Is Blog?: 
No