মনোমালিন্য শেষ, ফের একসঙ্গে রনবীর-ক্যাটরিনা

বলিউড এবং গোটা দেশ যখন ভাবতে শুরু করেছিল এবার হয়তো ধুম গার্লের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন কপূর পুত্র, তখনই এসেছিল দুঃসংবাদ। হঠাত্ই খবর পাওয়া গিয়েছিল সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে রনবীর-ক্যাটরিনার। তবে এবার হয়তো স্বস্তির নিঃস্বাস ফেলবেন সকলেই। শোনা যাচ্ছে ভেঙে যাওয়া সম্পর্ক নাকি ফের জোরা লেগেছে।

Updated By: Feb 4, 2014, 11:44 PM IST

বলিউড এবং গোটা দেশ যখন ভাবতে শুরু করেছিল এবার হয়তো ধুম গার্লের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন কপূর পুত্র, তখনই এসেছিল দুঃসংবাদ। হঠাত্ই খবর পাওয়া গিয়েছিল সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে রনবীর-ক্যাটরিনার। তবে এবার হয়তো স্বস্তির নিঃস্বাস ফেলবেন সকলেই। শোনা যাচ্ছে ভেঙে যাওয়া সম্পর্ক নাকি ফের জোরা লেগেছে।

গত সপ্তাহে আমির খানের পার্টিতে দুজনকে একসঙ্গে দেখার পর থেকেই সম্পর্ক ভাঙার খবর ভুয়ো প্রমাণিত হয়। যদিও দুজনের ঘনিষ্ঠ সূত্রের খবর, রনবীর-ক্যাটের কোনওদিন বিচ্ছেদ হয়নি। সব সম্পর্কের মতোই ছোট ঝগড়া হয়েছিল দুজনের। গত ৪ বছর ধরে একসঙ্গে রয়েছেন দুজনে এবং ছোটখাট কারণের জন্য কোনওদিনই সম্পর্ক ভাঙবে না।

এতদিনে মনে হচ্ছে বিচ্ছেদের খবর ছিল শুধুই গুজব। শুধুমাত্র সংবাদ মাধ্যমের নজর এড়াতেই দুজনে বিচ্ছেদের নাটক করেন। তবে সে যাই হোক আমরা এটাই বলব সব ভাল হলেই ভাল।

.