ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ নিয়ে এতদিনে মুখ খুললেন রণবীর

রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে এতদিন দুজনেই ছিলেন চুপ। গোটা দেশের মিডিয়া এই সম্পর্ক ভাঙা নিয়ে অনেক অনেক কথা বলার পরেও, এই দুজনের থেকে বিশেষ কিছু শুনতে পাওয়া যায়নি। এড়িয়ে গিয়েছিলেন দুজনেই। কিন্তু এতদিন চুপ থাকলেও,  এবার এক সাক্ষাত্কাএরে মুখ খুললেন রণবীর কাপুর।

Updated By: Aug 20, 2016, 07:56 PM IST
ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ নিয়ে এতদিনে মুখ খুললেন রণবীর

ওয়েব ডেস্ক: রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে এতদিন দুজনেই ছিলেন চুপ। গোটা দেশের মিডিয়া এই সম্পর্ক ভাঙা নিয়ে অনেক অনেক কথা বলার পরেও, এই দুজনের থেকে বিশেষ কিছু শুনতে পাওয়া যায়নি। এড়িয়ে গিয়েছিলেন দুজনেই। কিন্তু এতদিন চুপ থাকলেও,  এবার এক সাক্ষাত্কাএরে মুখ খুললেন রণবীর কাপুর।

আরও পড়ুন পরকীয়া আর দেশাত্মবোধ এই দুটো সাবজেক্ট মেশালেই হিট সিনেমা, এটাই কি নতুন বলিউড ট্রেন্ড?

নিজেদের সম্পর্ক ভাঙার পিছনে সবচেয়ে বড় কারণ তাঁদের নিয়ে তৈরি গুজব। এটাই দাবি রণবীরের। রণবীরের মতে পরিবারের পর তাঁর জীবনে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন ক্যাটরিনা। রণবীরের এই জবানির পর কী আরও একবার তাঁদের সম্পর্ক জোড়া লাগতে পারে এমনটা আশা রাখা যায়? উত্তর যে দেবে, সময়।

আরও পড়ুন  দেশের সবথেকে কম বয়সী প্রধানমন্ত্রীর আজ জন্মদিন, জানুন পাঁচটি তথ্য

.