Ranbir Kapoor-Rohit Shetty: রোহিতের ‘সিংঘম এগেইন’-এ দীপিকার সঙ্গী রণবীর কাপুর? ভাইরাল ছবি...

Ranbir Kapoor-Rohit Shetty: ইতোমধ্যেই শোনা গিয়েছে 'সিংঘম এগেইন' ছবিতে অভিনয় করছেন অজয় দেবগণ, অর্জুন কাপুর, করিনা কাপুর খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ। বুধবার পুলিসের ইউনিফর্মে রণবীর কাপুরের একটি ছবি থেকে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি এবার কপ ইউনিভার্সে সামিল রণবীরও?

Updated By: Jan 3, 2024, 09:16 PM IST
Ranbir Kapoor-Rohit Shetty: রোহিতের ‘সিংঘম এগেইন’-এ দীপিকার সঙ্গী রণবীর কাপুর? ভাইরাল ছবি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বক্স অফিসে সফল ‘অ্যানিমাল’(Animal)। সম্প্রতি করণ জোহর বলেছেন রণবীর কাপুরের(Ranbir Kapoor) এই ছবিই ২০২৩ সালের সেরা ছবি। রণবীরও চুটিয়ে এনজয় করছেন সেই সাফল্য, এর মাঝেই বুধবার একটি ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে রণবীরের সঙ্গে হাত মিলিয়েছেন পরিচালক রোহিত শেট্টি(Rohit Shetty)। সেই ছবিতে রণবীরের লুক দেখে মনে হচ্ছে এবার সিংঘম(Singham) সিরিজে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন- Abir Chatterjee: ‘খাজা সংলাপ আমি বলব না’, দীপক চ্যাটার্জি হয়েই ফেলুদা-ব্যোমকেশকে একহাত নিলেন আবীর!

বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রণবীরের একগুচ্ছ ছবি। সেই ছবিতে দেখা যায় পুলিসের ইউনিফর্ম পরে রয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, দাঁড়ি ও গোঁফের স্টাইলে, চোখে সানগ্লাসে একেবারে সিংঘম লুকে রণবীরকে দেখে তাজ্জব নেটপাড়া। ছবিতে শুধু  রণবীরই নন, সেই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন পরিচালক রোহিত শেট্টিও। সেখান থেকেই এই খবর ছড়িয়ে পড়ে যে করিনা কাপুর ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি ‘সিংঘম এগেইন’ ছবিতে হয়তো দেখা যাবে রণবীর কাপুরকেও।

তবে পরে জানা যায়, রোহিত ও রণবীর একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০২৩ সালের নভেম্বরে আরও একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দু'জনেই অন্য এক অভিনেতার সঙ্গে পোজ দিয়েছিলেন। সেই ছবিই যথেষ্ট ছিল গুজব ছড়াতে যে, রণবীর যোগ দিয়েছেন কপ ইউনিভার্সে, কিন্তু এখন সব আলোচনাই ভেস্তে গিয়েছে। প্রসঙ্গত, 'সিংঘম অ্যাগেইন' ছবিতে অভিনয় করছেন অজয় দেবগণ, অর্জুন কাপুর, করিনা কাপুর খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ। এই ছবি মুক্তি পাবে এই বছর স্বাধীনতা দিবসে।

অন্যদিকে মঙ্গলবার ভাইরাল হয়ে যায় রণবারের আরেকটি ভিডিয়ো। যে ভিডিয়োতে ১৫ বছর পর একসঙ্গে দেখা যায় রণবীর কাপুর ও কঙ্কনা সেনশর্মাকে। শোনা যায় যে তৈরি হতে চলেছে ওয়েক আপ সিড পার্ট টু। কমেন্টে বক্সে সবাই এই খবর কনফার্ম হওয়ার জন্য বুক বাঁধে, তবে সত্যিটা এখনও জানা যায়নি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.