স্টারডাস্টে ব্রাত্য রণবীর
বছরের প্রায় সবকটি অ্যাওয়ার্ডে সেরার শিরোপা পেলেও স্টারডাস্ট অ্যাওয়ার্ডে ব্রাত্যই থাকলেন রণবীর বরফি কপুর। তবে প্রথম বারের জন্য পুরস্কৃত হলেন শাহরুখ খান। সেরা অভিনেতা(এডিটরস চয়েস) ও স্টার অফ দ্য ইয়ার(পুরুষ) দুটো খেতাবই উঠেছে শাহরুখের মাথায়। অন্যদিকে বরফির জন্য সেরা অভিনেত্রী(ড্রামা) ও স্টার অফ দ্য ইয়ার(মহিলা) দুটো পুরস্কারই গেছে প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে।
বছরের প্রায় সবকটি অ্যাওয়ার্ডে সেরার শিরোপা পেলেও স্টারডাস্ট অ্যাওয়ার্ডে ব্রাত্যই থাকলেন রণবীর বরফি কপুর। তবে প্রথম বারের জন্য পুরস্কৃত হলেন শাহরুখ খান। সেরা অভিনেতা(এডিটরস চয়েস) ও স্টার অফ দ্য ইয়ার(পুরুষ) দুটো খেতাবই উঠেছে শাহরুখের মাথায়। অন্যদিকে বরফির জন্য সেরা অভিনেত্রী(ড্রামা) ও স্টার অফ দ্য ইয়ার(মহিলা) দুটো পুরস্কারই গেছে প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে।
রণবীর ছাড়া প্রায় সব অভিনেতা-অভিনেত্রীই পুরস্কৃত হয়েছেন ২৬ জানুয়ারির সন্ধ্যায়। ইংলিশ ভিংলিশ ছবির জন্য প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সেরা অভিনেত্রী(ড্রামা) পুরস্কার ভাগ করে নিয়েছেন শ্রীদেবী। ওই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন হৃতিক রোশন(অগ্নিপথ)। নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য সেরার পুরস্কার পেয়েছেন সঞ্জয় দত্ত।
প্রত্যাশামতোই স্টারডাস্ট অ্যাওয়ার্ডেও কর্তৃত্ব বজায় রেখেছেন বিদ্যা বালন। কাহানি ছবির জন্য থ্রিলার/অ্যাকশন বিভাগে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন বিদ্যা। রাউডি রাঠোর ও খিলাড়ি ৭৮৬ ছবির জন্য ওই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন অক্ষয় কুমার।
কমেডি/ রোম্যান্স বিভাগে সেরা অভিনেত্রী অনুষ্কা শর্মা(জব তক হ্যায় জান) ও সেরা অভিনেতা হয়েছেন অভিষেক বচ্চন(বোল বচ্চন)। ভিকি ডোনর ও গ্যাংস অফ ওয়াসেপুর ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন আয়ুষ্মান খুরানা ও মনোজ বাজপায়ী। শিরিন ফারহাদ কি তো নিকল পড়ি ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ফারহা খান।
অমিতাভ বচ্চন পেয়েছেন স্টার অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড।
অন্যান্য পুরস্কার-
সেরা নবাগত-বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা(স্টুডেন্ট অফ দ্য ইয়ার)
সুপারস্টার অফ টুমরো(পুরুষ)-অর্জুন কপুর(ইশাকজাদে)
সুপারস্টার অফ টুমরো(মহিলা)-পরিনীতি চোপড়া(ইশাকজাদে)
সেরা নবাগত পরিচালক-গৌরি শিন্ডে(ইংলিশ ভিংলিশ)
ফিল্ম অফ দ্য ইয়ার-বরফি!
সেরা ছবি-ভিকি ডোনর
সেরা পরিচালক-সুজিত সরকার(ভিকি ডোনর)
সেরা অভিনেত্রী(এডিটরস চয়েস)-করিনা কপুর(হিরোইন)
পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-নওয়াজউদ্দিন সিদ্দিকি ও প্রসেনজিত চ্যাটার্জি
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী-শাজান পদমসি(হাইজফুল টু)
ড্রিম ডিরেক্টর-করণ জোহর(স্টুডেন্ট অফ দ্য ইয়ার)
সেরা নবাগত সঙ্গীত পরিচালক-অজয়-অতুল(অগ্নিপথ)
সেরা গীতিকার-হাবিব ফয়জল ও কৌসর মুনির(ইশাকজাদে)
নতুন মিউজিকাল সেনসেশন(পুরুষ)-আয়ুষ্মান খুরানা(পানি দা, ভিকি ডোনর)
নতুন মিউজিকাল সেনসেশন(মহিলা)-শাল্মলী খোলগাড়ে(পরেশান, ইশাকজাদে ও দারু দেশি, ককটেল)
স্টাইল আইকন অফ দ্য ইয়ার-বিপাশা বসু
হটেস্টে প্রযোজক-কাহানি(কুশল কান্তিলাল গাদা)
হটেস্ট নিউ ফিল্ম মেকার-কবীর খান(এক থা টাইগার)