বক্সঅফিস কাঁপাচ্ছে সঞ্জয়ের লীলা

মুক্তির প্রথম সপ্তাহান্তেই একশো কোটির ক্লাবের দাবিদার রামলীলা। শুক্রবার শুধু ভারতের বক্সঅফিসেই রামলীলার আয় ছিল ১৬ কোটি, শনিবার ১৭.২৫ কোটি ও রবিবারে ১৯.৫০ কোটির ব্যবসা করেছে রামলীলা। শুঘু ভারতে নয়, যুক্তরাজ্যেও এই সপ্তাহে প্রথম দশে রয়েছে রামলীলা।

Updated By: Nov 18, 2013, 11:11 PM IST

মুক্তির প্রথম সপ্তাহান্তেই একশো কোটির ক্লাবের দাবিদার রামলীলা। শুক্রবার শুধু ভারতের বক্সঅফিসেই রামলীলার আয় ছিল ১৬ কোটি, শনিবার ১৭.২৫ কোটি ও রবিবারে ১৯.৫০ কোটির ব্যবসা করেছে রামলীলা। শুঘু ভারতে নয়, যুক্তরাজ্যেও এই সপ্তাহে প্রথম দশে রয়েছে রামলীলা।
ইরোজ এন্টারটেনমেন্টের ভাইস প্রেসিডেন্ট নন্দু আহুজা জানালেন, "মুক্তির দিন থেকেই খুব ভাল সাড়া পেয়েছে রামলীলা। মনে হচ্ছে বক্সঅফিসে রাজত্ব করবে রামলীলা।" রামলীলা এই বছরে দীপিকার চতুর্থ ছবি। রেস টু, চেন্নাই এক্সপ্রেস, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, প্রত্যেকটি ছবিই ১০০ কোটির ব্যবসা করেছে। এই তালিকায় থাকা অন্য দুটি নাম ভাগ মিলখা ভাগ ও গ্র্যান্ড মস্তি। তবে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে কৃষ থ্রি(২৩১.৪ কোটি)।

.