ওয়েব ডেস্ক: আপনি কি পরিচালক রামগোপাল ভার্মার প্রত্যেকটি সিনেমা দেখেন? তাঁর সিনেমা দেখতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য সুখবর। কারণ, রামগোপাল ভার্মা তাঁর পরের সিনেমার জন্য কাজ শুরু করে দিলেন বলে। আর তাঁর পরের সিনেমার বিষয় কিন্তু তামিল রাজনীতি এবং সিনেমার চেনা এবং আলোচ্য মুখ। তিনি শশীকলা।

আরও পড়ুন বিশ্বের সর্বকালের সেরা চোর তাহলে এরাই!

সম্প্রতি রামগোপাল ভার্মা টুইট করে জানিয়েছেন যে, তিনি তাঁর পরের সিনেমার রেজিস্ট্রেশন করিয়ে ফেললেন। আর তাঁর পরের সিনেমার নাম শশীকলা। জয়ললিতা সদ্যপ্রয়াত। তাহলে কেন রামগোপাল ভার্মার সিনেমার বিষয় শশীকলা? জয়ললিতা নন? এই প্রশ্নের উত্তরও স্বয়ং রামগোপাল ভার্মাই দিয়েছেন। তিনি বলেছেন, 'জয়ললিতাজিকেও দেখেছি, শশীকলাজিকে আলাদা রকম সম্মাণ করতে। তাই শশীকলাজি সবসময়ই আমার একটু বেশি প্রিয়। আর তাই এবার হাত দেব শশীকলা সিনেমার কাজে।'

আরও পড়ুন  আপনার প্রিয় টেলিভিশনের এই কমেডি শো হয়তো বন্ধ হয়ে যাবে!

English Title: 
Ram Gopal Varma’s next film to be based on Jayalalitha’s friend Sasikala
News Source: 
Home Title: 

রামগোপাল ভার্মার পরের সিনেমার বিষয় জয়ললিতা না হয়ে এই!

 রামগোপাল ভার্মার পরের সিনেমার বিষয় জয়ললিতা না হয়ে এই!
Yes
Is Blog?: 
No