এ কী! রাস্তায় গড় হয়ে কাকে প্রণাম করছেন Rakhi Sawant?

 রাখীর সহযোগিতায় এগিয়ে এলেন বলিউডের ‘মসিহা’ সলমন খান (Salman Khan) ও তাঁর ভাই সোহেল খান (Sohail Khan)

Updated By: Apr 20, 2021, 04:56 PM IST
এ কী! রাস্তায় গড় হয়ে কাকে প্রণাম করছেন Rakhi Sawant?

নিজস্ব প্রতিবেদন- তিনি রাখী সাওয়ান্ত (Rakhi Sawant)। বলিউডের ‘কন্ট্রোভার্সি ডিভা’ (Controversy Diva)। সহকর্মীদের কাছে তিনি আদরের ‘নৌটঙ্কি’। হঠাৎই আজ পাপারাৎজিদের দেখে মাটিতে গড় হয়ে প্রণাম করায় চমকে উঠেছিলেন সকলেই। কী হল রাখীর? হাসপাতালে এসে এরকমটা করছেনই বা কেন?

উত্তর জানেন তাঁরাই, যাঁরা বিগ বস সিজন ১৪ দেখেছেন। বিগ বস (Bigg Boss) প্রতিযোগিতা চলাকালীনই রাখী জানতে পারেন তাঁর মায়ের পেটে একটা বড় টিউমার আছে। সেটা থেকেই ক্যানসার ছড়িয়েছে। কান্নায় ভেঙে পড়েন রাখী। মাকে বলেন, তিনি প্রচুর টাকা নিয়ে যাবেন বিগ বসের ঘর থেকে। তাতেই তাঁর অপারেশন করাবেন।

আরও পড়ুন: বিমানবন্দরে অভিনেত্রীর হাত টেনে চুমু খেয়ে পালাল ফ্যানবয়, ভাইরাল ভিডিও

অবশেষে রাখীর সহযোগিতায় এগিয়ে এলেন বলিউডের ‘মসিহা’ সলমন খান (Salman Khan) ও তাঁর ভাই সোহেল খান (Sohail Khan)। তাঁদের অর্থসাহায্যেই মঙ্গলবার সকালে অপারেশন হল রাখীর মায়ের। মায়ের অপারেশন হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই খান-ভাইদের উদ্দেশে কৃতজ্ঞতা জানাতে রাস্তাতেই উপুড় হয়ে প্রণাম করেন রাখী।

বিগ বসে চ্যাম্পিয়ন হতে পারেন নি তিনি। উঠেছিলেন টপ ফাইভে। সেখান থেকেই ১৪ লাখ টাকা নিয়ে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান রাখী সাওয়ান্ত।

 

 

.